নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

০৩ রা জানুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৬

অবশ্যই আমার আত্মা পরিভ্রমণ করিয়াছে
প্রথম আকাশের নিকটবর্তী ত্বোয়া উপত্যকায়
এবং সশরীরে পরিভ্রমণ করিয়াছি
প্রথম আসমানের উপর জ্বোয়া উপত্যকায়
অবশ্যই এমন পরিভ্রমণ করেন
প্রত্যেক সিদ্দিকগণ ।



লক্ষ্য করো , হে মানুষ
আমার দিকে
এবং আমার বর্ণনার দিকে,
আমি কি বলি ?



অবশ্যই
আমি
জ্ঞান বর্ণনায়
অনন্য ।



তুমি কি লক্ষ্য করোনি
২০ বছর পূর্বে
মানুষ ও জ্বিন ছিলো
সর্বোচ্চ সন্দিহান ,
মহান আল্লাহর বিষয়ে ।



২০ বছর পূর্বে
আমাকে দেওয়া হলো আলো ,
ধীরে ধীরে পৃথিবীতে আসতে থাকলো
বিশ্বাস ,
প্রবলভাবে আসতে থাকলো বিশ্বাস
এবং সমস্ত জমিনে ছড়িয়ে পড়লো
বিশ্বাস ।



আজ নাস্তিকরা
ভীত এবং জেদি
যেরকম ভীত এবং জেদি , আহলে হাদিসরা
সালাফি এবং ওহাবিরা
সকল কাফির মুশরিকরা
এবং মুনাফিকরা ।



নাস্তিক ও প্রায় সকল অমুসলিমদের
একমাত্র শত্রু ইসলাম
এবং প্রায় সকল মুসলমানদের
একমাত্র শত্রু
হক সুফিগণ ।
এভাবে
এখন
প্রায় সব মানুষের শত্রু হলাম ,
একমাত্র আমি ।



প্রিয় মানুষ এবং জ্বিন
২০ বছর পূর্বে
আমি ইসলামকে
চাক্ষুষ দেখেছি ,
পূর্ণ উন্মাদ ,
যেভাবে হযরত আঃ কাদের জিলানী রঃ
ইসলামকে দেখেছিলেন ,
জীর্ণ শীর্ণ ।



আল্লাহর কসম
প্রত্যেক মানুষ চায় , তার দলকে ভারী করতে
যেনো তার বিশ্বাস শক্তিশালী হয় ।
অথচ নবী রাসুলগণ
এবং হক সুফিগণ
চান
নীরবে ও একাকী
মহান আল্লাহর সান্নিধ্যে
থাকতে ।
কিন্তু মহান আল্লাহর নির্দেশে
তারা সঠিক ইসলাম প্রচার করেন ।



তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ পীর
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আলিম
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক
আল্লাহর কসম তুমি ধ্বংস ,
যতক্ষণ না তুমি
একমাত্র সিদ্দিকের সোহবত
গ্রহণ করো ।



অবশ্যই মহান আল্লাহ
একমাত্র সিদ্দিকের অছিলায়
মৃত জমিনকে
উর্বর করেছেন ,
এখন সেই জমিতে
তুমি আলেম সেজেছো
পীর সেজেছো
জ্ঞানী সেজেছো ,
অবশ্যই তুমি , পরাজিত
হবে ,
আর জয়ী হবেন
শুধুমাত্র মহান আল্লাহ
এবং তাঁর বন্ধু ,
ইনশাআল্লাহ ।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.