নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

দিনের আলো সঞ্চয় করার সময় Daylight Saving Time (DST)

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মার্কিন যুক্তরাষ্ট্রে দিনের আলো সঞ্চয় করার সময় গণনা ১২ মার্চ, রবিবার রাত ২টা থেকে শুরু হয়েছে। এর পরিসমাপ্তি ঘটবে ৫ নভেম্বর, রবিবার রাত ২টায়। অর্থাৎ রাত ২টার সময় ঘড়ির কাঁটাকে প্রকৃত সময় থেকে ১ ঘণ্টা এগিয়ে ৩টা করা হয়েছে। আবার একই ভাবে ৫ নভেম্বর রাত ২টায় ঘড়ির কাঁটাকে ১ ঘণ্টা পিছিয়ে প্রকৃত সময় রাত ১টায় ফিরিয়ে নেওয়া হবে।

এখানে একটু বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে ৬টা স্ট্যান্ডার্ড টাইম জোন আছে। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) যা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম (UTC) -৫, সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম (CST) যা UTC -৬, মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম (MST) যা UTC-৭, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (PST) যা UTC-৮, আলাস্কা স্ট্যান্ডার্ড টাইম (AKST) যা UTC-৯ এবং হাওয়াই-অলিউটিয়ান স্ট্যান্ডার্ড টাইম (HAST) যা UTC-১০।

আমি যেহেতু ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম জোনে বাস করি তাই এখানে এই অঞ্চলের সময়কেই উল্লেখ করছি। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ও অঞ্চলে এই নিয়ম পালন করে হয়না যেমন, অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামোয়া, গুয়াম, পুয়ের্তো রিকো এবং ভার্জিন আইল্যান্ডস।

এর পিছনে যুক্তি
ডেলাইট সেভিং টাইমের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক আলোকে দৈনন্দিন কাজে বেশি পরিমাণে ব্যবহার করা। বিষুবরেখা অঞ্চলে দিন রাত প্রায় সমান সমান হলেও অনন্যা অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে দিনের আলোর পরিমাণ শীতকালের চাইতে বেশি। যে দেশ যত বেশি উত্তর অথবা দক্ষিণ মেরুর কাছাকাছি হবে, সেই দেশ গ্রীষ্মকালে তত বেশি দিনের আলো পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত তাই গ্রীষ্মকালে বেশি সময় ধরে দিনের প্রাকৃতিক আলো পায়।

যদিও যুক্তি দেয়া হয় ডেলাইট সেভিঙয়ের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়, তবে আসল কারণ হচ্ছে, মানুষ গ্রীষ্মকালের লম্বা বিকালবেলাটা খুব উপভোগ করে। তবে কিছু যে বিদ্যুৎ শাস্ত্রয় হয় না, তা না। মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ মন্ত্রণালয়ের এক সমীক্ষায় দেখা গেছে ডেলাইট সেভিঙয়ের ফলে প্রতিদিন শতকরা ১ ভাগ বিদ্যুৎ শাস্ত্রয় হয়েছে।

ডেলাইট সেভিংয়ের মূল ধারণা
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মাথায় প্রথম ডেলাইট সেভিংয়ের ধারণাটা আসে। ১৭৮৪ সালে তিনি যখন আমেরিকার প্রতিনিধি হিসাবে প্যারিসে অবস্থান করছিলেন তখন "এন ইকোনোমিক্যাল প্রজেক্ট" নামে একটা প্রবন্ধ রচনা করেন। সেই প্রবন্ধে তিনি তার ডেলাইট সেভিঙয়ের ধারণা ব্যক্ত করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: তথ্যমূলক পোস্ট। তবে আরেকটু বিশদ হলে ভাল হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.