নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
ক্যালিফোর্নিয়াতে স্বর্ণের জন্য লোকারণ্য (Gold Rush)
ক্যালিফোর্নিয়ার কোলমা অঞ্চলের স্যাটার্স মিল এলাকাতে প্রথম স্বর্ণের সন্ধান পান, জেমস মার্শাল। এই খবর জানার পর ক্যালিফোর্নিয়ার দিকে দলে দলে মানুষ ছুটে আসতে থাকে। এই সময়ে সারা যুক্তরাষ্ট্র ও বিদেশ থেকে প্রায় ৩ লক্ষ মানুষ ক্যালিফোর্নিয়াতে আসে স্বর্ণের সন্ধানে। হঠাৎ জনস্ফীতি ও স্বর্ণ প্রাপ্তি আমেরিকার অর্থনীতিকে উজ্জীবিত করে তুলে। এই ঘটনাকে ইতিহাসে ক্যালিফর্নিয়া গোল্ড রাস (California Gold Rush) বলে অভিহিত কর হয়।
কিন্তু এই গোল্ড রাসের কারণে ১৮৪৮ থেকে ১৮৬৮ সাল এর মধ্যবর্তি সময়ে ক্যালিফোর্নিয়াতে স্থানীয় ক্যালিফোর্নিয়ানদেরকে গণহত্যার শিকার হতে হয়। এই সময়ে ১ লক্ষেরও বেশী স্থানীয় ক্যালিফোর্নিয়ানকে স্বর্ণ-সন্ধানীরা হত্যা করে। এই স্বর্ণ-সন্ধানীদেরকে বলা হতো "ফোর্টি-নাইনার্স" (49 অর্থাৎ ১৮৪৯ সাল) । গোল্ড রাস এই অঞ্চলের উপর উল্যেখযোগ্য প্রভাব ফেলে। স্বর্ণ-সন্ধানী ফোর্টি-নাইনার্সরা স্থানীয় আদি অধিবাসীদেরকে নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে বাস্তুহারা করে।
স্বর্ণ প্রাপ্তির সংবাদ নিশ্চিত হয়ে ১৮৪৮ সালে অরেগন, স্যান্ডউইচ আইল্যান্ডস (হাওয়াই) এবং ল্যাটিন আমেরিকা থেকে প্রথম দলে দলে লোকজন ছুটে আসতে থাকে। যে প্রায় ৩ লক্ষ লোক গোল্ড রাসের সময় ক্যালিফোর্নিয়াতে এসেছিলো, তার প্রায় অর্ধেকই এসেছিলো সমুদ্র পথে, বাকি অর্ধেক এসেছিলো ক্যালিফোর্নিয়া ট্রেইল ধরে এবং গিলা নদী-পথ ধরে। গোল্ড রাসে আসা অধিকাংশ মানুষই ছিল আমেরিকান, তবে ল্যাটিন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এমনকি চীন থেকেও হাজার হাজার মানুষ এসেছিলো। গোল্ড রাসে আসা মানুষের খাবারে চাহিদা মিটানোর জন্য কৃষি কাজ ও কৃষি খামারের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সান ফ্রান্সিস্কোতে ১৮৪৬ সালে জনসংখ্যা ছিল ২০০ জন, ১৮৫২ সালে জনবিস্ফোরণ ঘটে জনসংখ্যা দাঁড়ায় ৩৬ হাজারে। সারা ক্যালিফর্নিয়া জুড়ে রাস্তা, গীর্জা, স্কুল, দালান-কোঠা নির্মাণ হতে থাকে। ১৮৪৯ সালে রাজ্যের সংবিধান প্রণীত হয়। ১৮৫০ সালে সেপ্টেম্বর মাসে ক্যালিফর্নিয়া ৩১তম রাজ্য হিসাবে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়।
১৩ ই জুন, ২০১৮ রাত ৮:০০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
যুক্তরাষ্ট্রের ইতিহাস ৪শত বছরেরও কম। কিন্তু খুবই ইন্টারেস্টিং।
২| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০
কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ
১৩ ই জুন, ২০১৮ রাত ৮:০৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ইতিহাসের খুব অল্প সময়ে আমেরিকা জাতি এবং রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে।
ঘটনাগুলি ঘটেছে দ্রুত। ইতিহাসের সব ঘটনা ওরা লিপিবদ্ধ করে রেখেছে।
ঘটনার ঐতিহাসিক বর্ণনা নিয়ে কোন বিতর্ক নাই।
৩| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: ব্যাপারটা কৌতুহল উদ্দীপক। আরও জানার চেষ্টা করতে হবে
১৩ ই জুন, ২০১৮ রাত ৮:১১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
নিঃসন্দেহে ব্যাপারটা কৌতূহল উদ্দীপক এবং ইন্টারেস্টিং। আরো জানার জন্য এই লিংকগুলি দেখতে পারেন।
THE GOLD RUSH OF 1849
https://www.history.com/topics/gold-rush-of-1849
Legends of America
https://www.legendsofamerica.com/ca-goldrush/
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ