নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
বিরল প্রজাতির মৌমাছি
শরীরের ঠিক মাঝ বরাবর বিভক্তি রেখার অর্ধেক দেহ পুরুষ এবং বাকি অর্ধেক মহিলা।
জীববিজ্ঞানের ভাষায় একে বলে জিনানড্রোমর্ফি (gynandromorphy)
পানামার অভ্যন্তরে ব্যারো কলোরাডো দ্বীপের একটি বনে গবেষকরা এই ধরণের মৌমাছির সন্ধান পেয়েছেন। জার্নাল অফ হ্যামেনোপেটেরা রিসার্চ (Journal of Hymenoptera Research) এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষকরা একাধারে ২০ বছর মাঠ পর্যায়ে গবেষণার পর মৌমাছি প্রজাতির মধ্যে গাইনানড্রোমরফির এটাই প্রথম ঘটনা হিসাবে জানতে পারেন। তবে মেগালোপটা বর্গে এটা দ্বিতীয় ঘটনা।
মৌমাছির মাথায়, "মহিলা অংশে" সামনের দিকে একটি অ্যান্টেনা রয়েছে এবং একটি অনেক বড় এবং শক্তিশালী চোয়াল আছে। মৌমাছিটির "মহিলা অংশে" পেছনের পাটিও পুরুষ অংশের চেয়ে বড় এবং লোমযুক্ত। পরাগ সংগ্রহের জন্য "মহিলা অংশে" শরীরের নিচের দিক লোমযুক্ত কিন্তু শরীরের "পুরুষ অংশে" লোমের পরিমাণ কম।
সূত্র: জার্নাল অফ হ্যামেনোপেটেরা রিসার্চ
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪১
নেওয়াজ আলি বলেছেন: এই সব আল্লাহর কুদরতী
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: ৌমাছি আমাকে শিক্ষা দেয়। বেচে থাকতে সাহস যোগায়।