নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
আল হারাম আশ শরীফ কি?
আল হারাম আশ শরীফ বা আল হারাম আল কুদস আশ শরীফ বা সংক্ষেপে হারাম শরীফ।
ইংরেজিতে বলে টেম্পল মাউন্ট (Temple Mount) আর হিব্রুতে একে বলা হয় ‘হার হা-বাইত’। ‘হার’ মানে পাহাড়, ‘বাইত’ মানে গৃহ বা ঘর। তাই এর অর্থ ‘(ঈশ্বরের) ঘরের পাহাড়’।
অনেকের ভুল ধারণা যে আল হারাম আশ শরীফ বা আল হারাম আল কুদস আশ শরীফ বা সংক্ষেপে হারাম শরীফ একটা মসজিদ বা একটা ভবন। আসলে আল হারাম আশ শরীফ অনেকগুলি স্থাপনা নিয়ে একটা কমপ্লেক্স। অর্থাৎ এটা একটা কমপ্লেক্সের নাম। এটা জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত।
আল হারাম আশ শরীফ কমপ্লেক্সটি প্রাচীর দ্বারা বেষ্টিত। এখানে ঢুকার জন্য মোট ১৭ টি গেট আছে। তার মধ্যে ৬টি গেট স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বাকি ১১টি গেট দিয়ে এখানে ঢোকা যায়, যার মাঝে ১০টি মুসলিমদের জন্য, আর একটি অমুসলিমদের জন্য।
আল হারাম আশ শরীফ কমপ্লেক্সের ভিতর কি আছে?
আল হারাম আশ শরীফ কমপ্লেক্সের ভিতর নিম্নলিখিত স্থাপনাগুলি আছে:
১. বায়তুল মোকাদ্দস বা আল আকসা মসজিদ;
২. কুব্বাত আস সাখরা বা ডোম অফ দ্য রক (Dome of the Rock)
৩. কুব্বাত আস সিলসিলা (Dome of the Chain)
৪. কুব্বাত আন নবী (Dome of the Prophet)
৫. কুব্বাত আল মিরাজ (Dome of the Ascension)
৬. আল-কাস (পেয়ালা আকৃতির ওযু করার ঝর্ণা)
৭. আল মারওয়ানি মসজিদ
৮. আল মাহকামা আল মাদ্রাসা আল তানকিজিযয়ান
৯. হায়িত আল বুরাক বা বুরাকের দেয়াল বা পশ্চিম দেয়াল (Western Wall), বা ওয়ালিং ওয়াল (Wailing Wall), বা কোসেল বা কটেল বা হিব্রুতে বলে হাকটেল হামাআরাভি (HaKotel HaMa'aravi)
০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ধন্যবাদ
২| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই মসজিদটা কি হজরত সলাইমান (আঃ) নির্মাণ করেছিলেন?
০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
কোন মসজিদটা?
৩| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আল আকসা মসজিদের কথা বলছি।
০৫ ই মে, ২০২০ রাত ১২:৪৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আল আকসা মসজিদ সুলায়মান (আ) নির্মাণ করেন নাই।
পরবর্তী পোষ্টে আল আকসা মসজিদ সম্পর্কে লেখবো।
সেখানে বিস্তারিত জানতে পারবেন।
হযরত সুলাইমান (আ) খ্রিস্টপূর্ব ৯৫৭ সালে বায়তুল মোকাদ্দস নির্মাণ করেন।
বায়তুল মোকাদ্দস এবং আল আকসা মসজিদ এক স্থাপনা নয়।
অনেকেই ভুল করে মনে করেন যে বায়তুল মোকাদ্দস এবং আল আকসা মসজিদ বুঝি একই স্থাপনা।
বর্তমানে বায়তুল মোকাদ্দস নামে কোন মসজিদ বা স্থাপনার অস্তিত্ব নাই।
৪| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৬
সুপারডুপার বলেছেন:
ভ্রান্ত বিশ্বাসের শহর হচ্ছে জেরুজালেমের পুরাতন শহর। এই শহর দর্শন করলে বোঝা যায় ইসলাম ধর্মের চেয়ে খ্রিস্টান ও ইহুদি ধর্মেই কুসংস্কার বেশি। অবশ্য তিনটি ধর্ময় বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার।
আল হারাম আশ শরীফে দেখতে অনেক সুন্দর। দুনিয়াতে মনে হয় এই একটা জায়গায় -ই বিদেশীদের সূরা ফাতিহার টেস্ট দিয়ে ঢুকতে হয়
০৫ ই মে, ২০২০ রাত ১:৪১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম তিনটা ধর্ম বিশ্বাস একই উৎস অর্থাৎ ইব্রাহিম (আ) আর দর্শন থেকে উৎপত্তি।
তিনটা ধর্মের মধ্যে অমিল যেমন আছে অনেক মিলও আছে।
জেরুজালেম তিনটা ধর্মের কাছেই পবিত্র।
আল হারাম আশ শরীফে কখনো যাওয়া হয় নাই।
তবে ভিডিও দেখেছি বেশ পুরাতন শহর।
যাওয়ার ইচ্ছা আছে।
তাই ইতিহাসটা এবং স্থাপনাগুলি সম্পর্কে আগে থেকেই জানার চেষ্টা করছি।
আগে থেকে জানা থাকলে ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে বাড়তি মজা পাওয়া যায়।
৫| ০৫ ই মে, ২০২০ রাত ২:৩৩
সুপারডুপার বলেছেন:
জেরুজালেম , তেল -আবিব , বেথলেহেম , হেবরন , হাইফা , জেরিকো , মাসাদা ও ডেড সি দেখেছি। খুবই সুন্দর। ডেড সি তে সাঁতার না কেটেও ভেসে থাকার অভিজ্ঞতা অন্যরকম। করোনার কারণে এলাত , রেড সি , জর্ডান এবার দেখতে যেতে পারলাম না।
বাংলাদেশের উচিত ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। তাহলেই বাংলাদেশী পাসপোর্টধারীরা সুন্দর ইসরায়েল দেখতে যেতে পারবে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার ইচ্ছাও যেন পূর্ন হয়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২০ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: জানলাম।