নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ে যেতে চাই

আমি এক ডানা মেলে উড়ে বেড়ানো পাখি

অন্তহীন আকাশ

আকাশ আমার সীমানা । ।

অন্তহীন আকাশ › বিস্তারিত পোস্টঃ

ভুল করে যাই বার বার

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১২

অভিমানী মেঘগুলো আকাশ ছেড়ে পালিয়েছে বহুদিন
এখন আর বৃষ্টি হয়ে ঝরে পরে না, বিদ্যুৎ চমকায় না
সেই কবে অনেক দিন আগে কেউ একজন অভিমান করে
বলেছিল, তোমার কি কোনদিন কাণ্ডজ্ঞাণ হবে না !
সেইথেকে কাণ্ডজ্ঞাণহীন আচরণ করি, ইচ্ছে করেই।
বার বার ভুল করি, অপরাধ করি মনে হয় এই বুঝি
এই বুঝি কেউ হাতটা ধরে বলবে অনেক হয়েছে,
বয়স তো কম হল না এবার একটু বুঝতে শেখো
কিন্তু আমি অবুঝের মত ভুল করবো বার বার
জলন্ত সিগারেট ঠোঁটে গুজে ভাবি এই বুঝি কেউ
হাত থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেবে দূরে
বলবে এটা ঠোঁটে ছোঁয়ালে আর আমাকে ছোঁবে না
আমার তৃষ্ণার্থ ঠোঁট তার ঠোঁট ছোঁয়ার আশায়
প্রতিজ্ঞা করবে ওই বিষাক্ত অভ্যাস ত্যাগ করতে
ফুটপাথ দিয়ে হেঁটে যেতে যেতে ভাবি এই বুঝি
এই বুঝি কেউ ফোন করে চেঁচিয়ে উঠবে
বলবে “সেই কখন থেকে রোদে দাঁড়িয়ে আছি
তোমার কোন পাত্তা নেই আর পাঁচ মিনিট
না হলে আমি চললাম, বাসায় অনেক কাজ “
আমি দ্রুত দশটাকা বেশী ভাড়ায় রিকশা নিয়ে
ছুটে যাব, না হলে যে আজ দেখা হবে না তার সাথে
আমি ভুলে যাব তার জন্মদিন, প্রথম দেখা
কি অভিমান,রাগে একেবারে যেন কেদেই ফেলবে
আমি অভিমান ভাঙাতে অফিস কামাই করবো
ঘ’ণ্টা দাড়িয়ে থাকবো তার বাড়ির সামনে
অবশেষে বারান্দায় আগমন তার মুচকি হাসি........

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৪

আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
ভালো লাগলো।
কিছু ভুল ভালোই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২

অন্তহীন আকাশ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২

অন্তহীন আকাশ বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৬

মুসাফির নামা বলেছেন: এত কবি, বিষয় একটাই

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

অন্তহীন আকাশ বলেছেন: আমিও নিয়মিত লেখক নই, তবে এ বিষয়ে এটাই আমার প্রথম লেখা,

৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

সোজোন বাদিয়া বলেছেন: বাঃ, বেশ মিষ্টি ভালবাসার অনুভূতি। বজায় রাখুন।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

অন্তহীন আকাশ বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.