![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আাকাশ । বাসা সিরাজগন্জ্ । পড়াশোনা সিরাজগন্জ্ সরকারী কলেজ । বাকী অংশ অন্য দিন বলবো....................।
গুটি গুটি পায়ে হেঁটে যায় মাধবী;
এই মধ্য লগণে আবার সে শিশু হয়ে গেছে
অথচ সাহসে প্রীতিলতা!
ভালবেসে আবার বাড়িয়েছো হাত
দরজার অর্গল হয়ে আছে মেহগনি কাঠ,
তাতে তুমি প্রতিদিন তেল দাও
ফার্নিস ওয়েলের রঙ মাখো হাতে,
দরজাটা খুলে দাও মাধবী!
এখনও দেখ সোনা ঝরা রোদ্দুরে
ভরে আছে বিদায়ী বিকেল আকাশ।
©somewhere in net ltd.