নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

ওগো প্রিয়তমা!

১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

তোমার বাঁকা চোখের ফিনকিতে

আমার হয়ে গেল এ যে কি...:)

আমি পাগলপ্রায়, সর্বস্বহারা,

হৃদয় উজাড় করে, হৃদয়ের যত প্রেম

শুধু তোমায় সঁপেছি ।



ওগো প্রিয়তমা! তুমি শুনতে কি পাও

আমার হৃদয়ের মৌন আহ্বান;

তোমায় ডাকি শুধু তোমায় ডাকি

প্রতি ক্ষণে, ভালোবাসার আবর্তনে,

তুমি কি শোনোনা, ওগো প্রিয়তমা!

একটু কাছে এসে জুড়াইয়া দাওনা প্রাণ ।



তোমার চোখে এ কি জাদু,

আমায় আটকালে কোন জালে?

পারছিনা তো বের হতে

এ মায়ার জাল হতে,

তুমি চিরদিন কি রাখবে বেধে আমায়

তোমার মায়ার জালের ফাঁদে?



ওগো বিমোহক, সৌভিক, ঐন্দ্রজালিক!

আর দিয়ো নাকো ফিনকি

তোমার মায়াবী যুগল চোখে,

ভালোবাসার মৃদু ব্যথা

আর পারছিনা ধরে রাখতে এ বুকে ।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

জনম দাসী বলেছেন: লেখা ভাল, চালিয়ে জান, ভাল লাগা রেখে গেলাম...

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

পাবনার পাগল বলেছেন: আপনার ভাল লাগা আমায় প্রেরণা যোগাবে। ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

জনম দাসী বলেছেন: পাগল যে এত ভাল লিখতে পারে জানা ছিলনা... সত্যি বলছি বাছা আরও লিখুন, আমি আছি আপনার পাঠক

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

পাবনার পাগল বলেছেন: :D অনেক খুশি হলাম। কথা দিলাম, চেষ্টা করবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.