নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

সকল পোস্টঃ

শ্রেয়সী

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৪



মৃন্ময় আর গগনের সুদূর-প্রান্তে সন্নিবেশিত
তথা পুরো পৃথিবীর আদ্যোপান্তেই
তলে তলে বয়ে চলা কোন নৈসর্গিক সিন্ধু;
ঠিক সেখানেই তোমার অস্তিত্ব,
এক কণা রুহিতনের বিন্দু।
তার রশ্মি বিচ্ছুরণ প্রস্ফুটিত সুতনু মঁজু
আঁধারে লীলায়িত বিজলীর মত;
সূর্য্যি...

মন্তব্য৪ টি রেটিং+০

সমীকরণ

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬



নিঃসঙ্গ নিরালায় মাঝেমাঝে ভাবি
দোতারার ঐ ঠুনকো আওয়াজ সত্য
গীটারের টুংটুং শব্দ সত্য
চৈতন্য হারানো রাখালের বাঁশীর সুর সত্য
পাহাড়ি আদিবাসীদের মনকাড়া সুর ও বৈচিত্র্য সত্য
এ রূপ সত্য, এ যৌবন সত্য;
ভালোবাসা সত্য।

মনের...

মন্তব্য৭ টি রেটিং+০

আজ ঘরে ফিরতেই হবে

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯



কি যে নিষ্ঠুর খেলায় মাতিয়া ও মাতিয়ে কেটে গেল সারা দিন
এখন সন্ধ্যে বেলা; সময় হয়েছে ঘরে ফেরার,
ম্যাজম্যাজে, ঘর্মাক্ত, ধূলিময় শরীরে চেহারাটাও মলিন।

ঘরের চৌকাঠে সশব্দে কিছু নিঃশব্দ চিৎকার
ঘনীভূত রাতের নিভৃত...

মন্তব্য২ টি রেটিং+০

শুধু তোমায় মনে পড়ে

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭



তোমায় মনে পড়ে ঐ প্রভাত বেলায়
যখন প্রভাত ফেরী ডেকে যায়,
কিচিরমিচির পাখির ডাকে ঘুম ভেঙে,
হৃদয় ছুঁয়ে যায় তোমার অস্তিত্বের কল্পনায়।

তোমায় মনে পড়ে সকালে নাস্তার সময়ে
কত আর্তি করে বারবার বলো,
উঠো, খেয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

ভুল শহরের নাগরিক

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬



যদি বলি ভুলের শহরের আমি এক নিঃসঙ্গ পথিক
তবে কিঞ্চিৎ ভুল হবে না জানি;
সমুদ্রের নোনাজলে নোনতা তাহার ব্রহ্মাণ্ড
কখনো ভুলের শহরে ভূলুণ্ঠিত কিছু আশা, কিছু বিরাগী ইচ্ছে,
হাতে নিয়ে দাড়িয়ে থাকি, হয়ে একটি...

মন্তব্য৮ টি রেটিং+২

ক্ষণিকালয়

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬



ক্ষণিকের এ ধরণীতে কত ঐশ্বর্য, কত ধন
শত শত রাস্তায় শত আয়োজন;
কত সাঁজ, কত রঙ, কত উপাধি, কত সম্মান
কত সফল চিৎকার জীবনকে করিতেছে আহ্বান।
কত কৃতিত্ব, কত সুখ্যাতি, কত কর্মের অর্জন
কত অবদানে...

মন্তব্য০ টি রেটিং+২

চিত্তদাহ

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭



হাজারো সঞ্চিত না বলা কথা
অযুতের কাছাকাছি নিভৃত স্পৃহা
বাম কোণে অপরিমিত চিত্তদাহ
সবই তো পাঁজরের কারাগারেই বন্দী।
তবুও কোন অবিদিত আহ্বান
যেন আহ্বায়িত করছে ক্রমাগত।

ক্ষীণ হৃদয় তো অক্ষম শ্রীঘরের কপাট খুলতে,
বাহির থেকে একটি শক্তির...

মন্তব্য২ টি রেটিং+২

সুন্দরীশ্রেষ্ঠা

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬




সুন্দরীশ্রেষ্ঠা, তোমার রূপ গগনে জমেছে শ্বেত মেঘ
শরতের শুভ্র কাশফুলে রাঙিয়েছে তোমার গাল
রক্তজবা আর পলাশের রঙে উর্বশী সেজেছে ঠোঁট
মহুয়ার গন্ধে বাতাবরণ করেছো উত্তাল।
হাসনাহেনার শোভার ঢেউ লেগেছে প্রাণে
জোয়ার ভাঁটায় জীবন পাল তোমার...

মন্তব্য০ টি রেটিং+০

পরিসীমা

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫



এক আকাশের চাঁদ হয়ো,
মেঘ হয়ে জল হয়ো না;
শ্রাবণ দিনের ঢল হয়ো না।

এক দিনের সঙ্গ শেষে
দীর্ঘ দিনের মালা গেঁথে
ভ্রমের ছটায় মুগ্ধ হয়ো না।

কুড়িতে চুড়ির মাঝে
ঝনঝনানি আওয়াজ তুলে
নবীনের মন চিরো না।

নব্য সাঁজে,...

মন্তব্য৪ টি রেটিং+১

যদি

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯



যদি তুমি অপেক্ষার মশাল হাতে দাড়িয়ে থাকো,
তবে কণ্টকময়, শিলাময়, নিরংশু পথ পাড়ি দিতে পারি।
যদি তোমার মনে জায়গা দাও,
ঐ নীল আকাশ এনে দিতে না পারলেও
তোমার জন্য একটি নীল রঙের আকাশ বানিয়ে...

মন্তব্য২ টি রেটিং+০

শুকতারা

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬



তোমায় যদি আগলিয়ে রাখি
বুকের মাঝে ছোট্ট ঘরে
মনের মতন যতন করে,
ভালবাসার অজস্র ভিড়ে
স্নেহান্ধ বাহুর নীড়ে
স্বপ্ন ডাঙার শীর্ষ তীরে
দেহযষ্টিতে কমনীয় আবেশ ছড়াতে;
তবুও কি যাবে দূরে
বিনে সুতার বাঁধন ছিঁড়ে?

নাহ; চেয়ো না গো...

মন্তব্য৬ টি রেটিং+১

মুক্ত বিহঙ্গ

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩



হচ্ছে পূরণ, আরও হোক
তবুও আলো পাক দু\'চোখ;
বৈচিত্র্যের এই ভূগোলকে
প্রতি সিঁড়িতেই তো নবরূপায়ণ;
হেলায়-ফেলায় অবেলায় থেমে থাকবে
কেন আমার অবুঝ মন?

আমি কি শিলা নাকি,
আমি কি জড়?
আমি তো মুক্ত বিহঙ্গ
আমারও সাধ আছে অনেক বড়।

আমায়...

মন্তব্য০ টি রেটিং+০

কিংশুকের আভায়

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪



হাওয়ায়-হাওয়ায় দোলায়-দোলায়
ফুলে-ফুলে সব রঙিন,
ঝাঁকে-ঝাঁকে শাঁখে-শাঁখে
পাখ-পাখালির গানে-গানে
প্রাণ প্রান্তরের বাঁকে-বাঁকে
জীবনটা আজ কুলীন ।

সাঁঝ সকালে কি যে ডাকে কুহূ-কুহূ
ফুলের বনে মন নেচে যায় মুহু-মুহু
অভিলাষী কায়ার ডানায়-ডানায়
বাম পাঁজরের কানায়-কানায়
একটি সাধ,...

মন্তব্য২ টি রেটিং+০

চিরতরে

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৪



ছুটি! তোমায় দিলাম তা চিরতরে,
প্রবল বাত্যায় আনন্দ ভরে, পূর্ণ করিয়া;
এই মুহূর্তের তিক্ত আপন, সিক্ত দয়িতা
সেও চলে যায় খানিকপরে, অনেকদূরে।

নিলম্বন! তোমায় দিলাম চিরতরে;
কর্মমুক্তি, হেথা প্রসন্নতা জোগাবে
যেমন বিহগের কেলি বালুচরে।

অনাক্রমত্য! দিলাম তোমায়...

মন্তব্য৮ টি রেটিং+১

অনুচিন্তন

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮



সকল তফসিল প্রত্যাহারিত;
সময়কেও বেঁধে দিয়েছি এক নির্দিষ্ট শূলে
সূর্যকে তাড়িত করি ভিন্ন কক্ষপথে
চন্দ্রিমার সাথে আড়ি আড়ি ভাব ক্রিয়াচ্ছলে
আলোকে ভীষণ ভয় পাই, আমি তমসাচ্ছন্ন বলে
তাই তিমিরেই হাসি অট্টহাসি, তিমিরেই অনুচিন্তিত
আজ সব তফসিল...

মন্তব্য১০ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.