![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
সকল তফসিল প্রত্যাহারিত;
সময়কেও বেঁধে দিয়েছি এক নির্দিষ্ট শূলে
সূর্যকে তাড়িত করি ভিন্ন কক্ষপথে
চন্দ্রিমার সাথে আড়ি আড়ি ভাব ক্রিয়াচ্ছলে
আলোকে ভীষণ ভয় পাই, আমি তমসাচ্ছন্ন বলে
তাই তিমিরেই হাসি অট্টহাসি, তিমিরেই অনুচিন্তিত
আজ সব তফসিল প্রত্যাহারিত।
আমি কলের তরী বাইতে জানি না, খেয়াতেই মোর হালচাল
ভাঙা কাষ্ঠের তরীখানি উপরে তার ছেঁড়া পাল,
বাইবো আমি ইহাই বাইবো সারা জনম ভর
তিমিরেতে একটু জুড়িয়ে নিবো অন্তরণের সেতুর উপর,
আমিই মাঝি, আমিই রাহী, তাতেও আমি তৃপ্ত
আজ সব তফসিল প্রত্যাহারিত।
সময় কাঁদে, সূর্য কাঁদে, অতীন্দ্রি কত যন্ত্রণা
চন্দ্র হাঁসে দুষ্টু ঋতে, চিত্তে জমে করুণা;
ক্ষপাতেই সুখী তবুও মুহূর্তগুলো আলোতে চরম বিক্ষিপ্ত
তাইতো আজ সকল উন্মত্তময় চঁচলিত তফসিল প্রত্যাহারিত।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি ভালো লিখতে পারি না, তবে চেষ্টা করি। আপনার শুভ কামনার আকাংখা করছি।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর, অনেক অনেক ভাল লাগা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
পাবনার পাগল বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪
রুদ্র জাহেদ বলেছেন:
চমৎকার কবিতা
প্লাস
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
পাবনার পাগল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
জনম দাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগা রেখে গেলাম... ভাল থাকুন তবে... আপনার অন্য গুলো পড়ে পরে উত্তর দিবো।