![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
কি যে নিষ্ঠুর খেলায় মাতিয়া ও মাতিয়ে কেটে গেল সারা দিন
এখন সন্ধ্যে বেলা; সময় হয়েছে ঘরে ফেরার,
ম্যাজম্যাজে, ঘর্মাক্ত, ধূলিময় শরীরে চেহারাটাও মলিন।
ঘরের চৌকাঠে সশব্দে কিছু নিঃশব্দ চিৎকার
ঘনীভূত রাতের নিভৃত যাতনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে;
তবুও নীলাভ বিমূঢ়তা পদাঘাত করে ঘরে ফিরতেই হবে।
কাল আবারো খেলবো ভিন্ন ধুলোয়, মিটাবো মনের ইচ্ছে!
আমি রোজ রোজ খেলবো নতুন ধুলোয়, নতুন মাঠে
নতুন সাঁজে, নতুন আলোয়, নতুন অনুশীলনের নতুন পাঠে,
তবে ঘরের চৌকাঠের যে সশব্দে করা নিঃশব্দ চিৎকার
তা আমি দমাবোই নব্য প্রসবিত কন্যা শিশুদ্বয়ের কান্নায়।
আমি অবশ্যই একদিন মলিন চেহারায় আনবো হাসির রেখা
ম্যাজম্যাজে, ঘর্মাক্ত, ধূলিময় শরীর ভেজাবো আনন্দের বন্যায়
তাই আজ ঘরে ফিরতেই হবে, যদিও হয় হোক কোন অন্যায়।
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৬
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ।
হ্যাঁ, সুন্দর। তবে ছবিটা সংগৃহীত।
আর 'নব্য প্রসবিত কন্যা শিশুদ্বয়ের কান্নায়' এটা কেবলই স্বপ্ন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
তার আর পর নেই… বলেছেন: ছবিটা সুন্দর! রোদের ফালি সারা উঠোন জুড়ে ……
নব্য প্রসবিত কন্যা শিশুদ্বয়ের কান্নায়??