নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

ভুল শহরের নাগরিক

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬



যদি বলি ভুলের শহরের আমি এক নিঃসঙ্গ পথিক
তবে কিঞ্চিৎ ভুল হবে না জানি;
সমুদ্রের নোনাজলে নোনতা তাহার ব্রহ্মাণ্ড
কখনো ভুলের শহরে ভূলুণ্ঠিত কিছু আশা, কিছু বিরাগী ইচ্ছে,
হাতে নিয়ে দাড়িয়ে থাকি, হয়ে একটি মৃত বৃক্ষের কাণ্ড ।

মাঝে মাঝে হতাশার পঙ্কিল বায়ুতে ছুঁয়ে যায় পরাণ
আহুত ধ্বনি বারংবার বাজে, এই পথিকের কণ্ঠে ।

মায়ার মায়ায় সেই শহরের আকাশ কখনো হয় ভারী
আকাশ আকাশেতে উত্তাল হয়ে, নিজ আঙ্গিকেই দেয় আড়ি ।
ভুলের শহরের মহান দানব, ভুলেই ভুলেতে থাকি
এতটুকু ক্ষুধা উৎসর্গ করি, মাতালের আর কি বাকী?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: ভাল লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

পাবনার পাগল বলেছেন: :) ধন্যবাদ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

তার আর পর নেই… বলেছেন: ভাল্লাগছে। ভুল জায়গা, ভুল কাজ, ভুল মানুষ …এইতো জীবন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

পাবনার পাগল বলেছেন: হ্যাঁ, তবুও তো জীবন! :(

আর ভালো লাগার জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ভালই। শুভেচ্ছা রইল কবি

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

পাবনার পাগল বলেছেন: :D ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় প্লাস।

সমুদ্রের নোনাজলে নোনতা তাহার ব্রহ্মাণ্ড
কখনো ভুলের শহরে ভূলুণ্ঠিত কিছু আশা, কিছু বিরাগী ইচ্ছে,
হাতে নিয়ে দাড়িয়ে থাকি, হয়ে একটি মৃত বৃক্ষের কাণ্ড ।


ভালো লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

পাবনার পাগল বলেছেন: B-) ধন্যবাদ।


লিখাটা অনেক মনঃকষ্ট নিয়ে লিখেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.