নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমায় মনে পড়ে

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭



তোমায় মনে পড়ে ঐ প্রভাত বেলায়
যখন প্রভাত ফেরী ডেকে যায়,
কিচিরমিচির পাখির ডাকে ঘুম ভেঙে,
হৃদয় ছুঁয়ে যায় তোমার অস্তিত্বের কল্পনায়।

তোমায় মনে পড়ে সকালে নাস্তার সময়ে
কত আর্তি করে বারবার বলো,
উঠো, খেয়ে নাও,
যাচ্ছে সময় দ্রুত চলে, হচ্ছে দুপুর;
আর থেকো না ঘুমিয়ে!

তোমায় মনে পড়ে সে সময় তখন
ঠিক গ্রীষ্মের তাপদাহে,
ঝলমলে রোদ্রের দীপ্ত খরতাপে
অথবা প্রচন্ড শীতের ক্ষিপ্ত প্রভাবে
প্রভাবিত হয়ে কষ্ট পাও যখন।

তোমায় মনে পড়ে দুপুরে
খাওয়ার সময়, মন বলে যায়
খেয়েছে কি সে, নাকি বসে আছে
কারো অপেক্ষার প্রহরে?

তোমায় মনে পড়ে অবসর সময়ে
কেটে যায় গভীর ভাবনায়;
কখন আসবে বিকেল, তুমি উঠবে ছাঁদে
থাকি শুধুই তোমারই প্রতীক্ষায়।

তোমায় মনে পড়ে সেই শান্ত বিকেলে
যখন পাখিগুলোর কলতানে মুখরিত চারদিক,
নিরঞ্জনে পাই তোমার দেখা;
সবাই যখন নীড়ে ফেরে
সূর্যটাও যায় হেলে।

তোমায় মনে পড়ে সন্ধ্যা লগনে
নিস্তব্ধ হয় যখন দিনের আলো;
তিমির রজনীর আগমন ঘটে,
এক ফালি চাঁদ ভেসে ওঠে গগণে।

তোমায় মনে পড়ে সে সময়ে
যখন খেতে যাই রাতের খাবার
তুমি খেয়েছো কিনা, তা না জেনেই
স্বার্থপরের মতো আগেই আমি নেই খেয়ে।

তোমায় মনে পড়ে রজনীতে
যখন নিদ্রার আগমন ঘটে,
'ঘুমাবে কখন' একথা বলে
বিদায় নিয়ে যায় ঘুমাতে।

তোমায় মনে পড়ে শয়নে-স্বপনে
দেখি তোমার কাল্পনিক চেহারা;
ঘুম ভেঙে হঠাৎ তোমারই ছবি
রয়েছো তুমি মোর কোন খানে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.