![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
হচ্ছে পূরণ, আরও হোক
তবুও আলো পাক দু'চোখ;
বৈচিত্র্যের এই ভূগোলকে
প্রতি সিঁড়িতেই তো নবরূপায়ণ;
হেলায়-ফেলায় অবেলায় থেমে থাকবে
কেন আমার অবুঝ মন?
আমি কি শিলা নাকি,
আমি কি জড়?
আমি তো মুক্ত বিহঙ্গ
আমারও সাধ আছে অনেক বড়।
আমায় কি অবলা ভাবো
পূর্ব যুগের মত?
দুই গরূৎ-এ ভর করিয়া
পূরণ করিবো, গোঁ ধরিয়া
মনের সাধ আছে যত।
©somewhere in net ltd.