![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
নিঃসঙ্গ নিরালায় মাঝেমাঝে ভাবি
দোতারার ঐ ঠুনকো আওয়াজ সত্য
গীটারের টুংটুং শব্দ সত্য
চৈতন্য হারানো রাখালের বাঁশীর সুর সত্য
পাহাড়ি আদিবাসীদের মনকাড়া সুর ও বৈচিত্র্য সত্য
এ রূপ সত্য, এ যৌবন সত্য;
ভালোবাসা সত্য।
মনের গহীনে লুকায়িত চাপা বেদনা সত্য
হাঁসিমাখা মুখে অসহায়ত্বের নীরব কান্না সত্য
পূর্ণিমা রাতের চাঁদ সত্য, মেঘ সত্য
আমি সত্য, তুমি সত্য, তাঁরা দুজন সত্য
আলো সত্য, মানুষ সত্য;
পিপীলিকার পথ চলা সত্য
উড়ন্ত ও ভাসমান স্বপ্ন সত্য।
হঠাৎ ঘোর কেটে যায়; আবার ভাবি
'আশায় ভরা দিশাহীন অচেনা চন্দ্রাহত পথিক,
স্বপ্নদের দ্বারে দ্বারে যাঞ্চা করে কিছু স্বপ্ন পূরণের আশায়
তার হৃদয়ের খেলাঘরে লাঙলের ক্ষত-বিক্ষত দাগ
আলেয়ায় ঝলসানো মরীচিকায় ভরা চোখ';
অগণিত সত্যের মাঝে এসবও কি সত্য
নাকি সত্যের সমীকরণটাই চির জঘন্য অসত্য?
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৫
পাবনার পাগল বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১০
fa siam বলেছেন: ভাল লাগলো
৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১০
fa siam বলেছেন: ভাল লাগলো
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৭
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩
অভি চৌধুরী বলেছেন: সামুতে এত পাগল কেনো?
তবে কবিতা ভালো লেগেছে আমার,
৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
পাবনার পাগল বলেছেন: পাগল বিনে সামু সাধন হয় কি করে??
আর কবিতা ভালো লাগার জন্য পাগলের পক্ষ থেকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮
মার্কো পোলো বলেছেন: বাহ! ভাল লাগলো।