নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকালয়

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬



ক্ষণিকের এ ধরণীতে কত ঐশ্বর্য, কত ধন
শত শত রাস্তায় শত আয়োজন;
কত সাঁজ, কত রঙ, কত উপাধি, কত সম্মান
কত সফল চিৎকার জীবনকে করিতেছে আহ্বান।
কত কৃতিত্ব, কত সুখ্যাতি, কত কর্মের অর্জন
কত অবদানে পূর্ণতা সাধন।
কত মানুষ আজ নব্য বিকৃত পন্থায়
অধিকার আদায় ও বৈষম্যের দোহায়
পরিবর্তিত সমাজে করিতেছে উপার্জন,
এটাই নাকি স্বাধীনতা ও অতি আধুনিকতা
আর এভাবেই স্বাধীন বেশে জীবনের আহরণ।

বিধাতার বিধান ছেড়ে হনুমান বেশে,
অতঃপর বেলা শেষে, ক্ষণিকের খেলা শেষে
যখন হাঁকিবে দয়াময় মহান
তখন কোথায় যাবে তোমার কৃতিত্ব আর মান?
কোথায় যাবে তোমার ঐশ্বর্য, কোথায় অধিকার
এত অর্জনের পরেও কেন তুমি নির্বিকার?

ক্ষণিকালয় তো কেবল ভবের মেলার অস্থায়ী খেলাঘর
ভবের মেলা তোমায় বানিয়েছে, নব্য কারিগর;
এ মিছে মায়া যে এক আজব যাদুকর,
নিশ্চিত অর্জন যদি করতেই চাও, তবে
বানাও না ঘর স্থায়ী খুঁটির উপর।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.