নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

শ্রেয়সী

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৪



মৃন্ময় আর গগনের সুদূর-প্রান্তে সন্নিবেশিত
তথা পুরো পৃথিবীর আদ্যোপান্তেই
তলে তলে বয়ে চলা কোন নৈসর্গিক সিন্ধু;
ঠিক সেখানেই তোমার অস্তিত্ব,
এক কণা রুহিতনের বিন্দু।
তার রশ্মি বিচ্ছুরণ প্রস্ফুটিত সুতনু মঁজু
আঁধারে লীলায়িত বিজলীর মত;
সূর্য্যি কিরণ নিষ্কাশিত করছে অব্যাহত
দিনগুলোও আলো খুঁজে পায় প্রতিনিয়ত।




*[সময়কালঃ ২৫-০১-২০১৬ সোমবার, ১২ মাঘ ১৪২২, ১৪ রবিউস সানি ১৪৩৭, সকাল ০৯:৪২ মিনিট]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ :) @পরি (নীল)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। ছবিটা দারুণ।
নিলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

পাবনার পাগল বলেছেন: :) ধন্যবাদ।

আর ছবিটার ব্যাপারে আমার কোনই দায়ভার নেই। হাজার বার নিন। এটা কেবলই সংগৃহীত। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.