নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

পরিসীমা

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫



এক আকাশের চাঁদ হয়ো,
মেঘ হয়ে জল হয়ো না;
শ্রাবণ দিনের ঢল হয়ো না।

এক দিনের সঙ্গ শেষে
দীর্ঘ দিনের মালা গেঁথে
ভ্রমের ছটায় মুগ্ধ হয়ো না।

কুড়িতে চুড়ির মাঝে
ঝনঝনানি আওয়াজ তুলে
নবীনের মন চিরো না।

নব্য সাঁজে, সুপ্ত বেশে
মুক্ত কেশে, দিনের শেষে
উড়ালচণ্ডীর হাত ধরো না।

কাজল রেখা আঁখি যুগল
কৃষ্ণ গগজে ঢেকে রেখো;
আলেয়ায় পলক ফেলো না।

সরল রেখায় বক্রাকারে,
মনের রেখায় চক্রাকারে,
অচিন নেশায় কু ভেবো না।

অর্বাচীনের সঙ্গী হয়ে ভুল করো না।
তারুণ্যে টিকলি মাথায় ঘোমটা পরে
প্রসূন কুঁড়িতে ঘুণ ধরাইয়ো না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

অন্ধবিন্দু বলেছেন:
ছড়ায় ছড়ায় সাবধান বানী লিখেছেন দেখছি! মডেলদের সাথে পরিচয় করিয়ে দিলেন না যে ? যতোই মানা করেন, মন তো ছুটে ভ্রমের নেশায়। শাসন-বারণ না মানে।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

পাবনার পাগল বলেছেন: B-) :-P হ্যাঁ, সাবধান বানীও বলতে পারেন। শাসন-বারণ না মানলে তো স্বেচ্ছাচারী। যা বরাবরই বিতাড়িত।



***আর ছবিটি অপরিচিত উৎস (গুগল) থেকে সংগৃহীত।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো ধন্যবাদ

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০২

পাবনার পাগল বলেছেন: :) মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.