![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
একদিন থাকবো হয়তো
অনেক অনেক দূরে,
সেদিন করবো না আর জালাতন
একটু করিও দোয়া
আমায় যদি মনে পড়ে ।
জানি না, থাকবে কি মনে তোমাদের
এই অভাগার স্মৃতি,
কি আর বলবো?
দূরে যাওয়া মানেই ভুলে যাওয়া
এটাই তো এই পৃথিবীর নীতি ।
যদি ভেসে ওঠে কখনো
পুরোনো দিনের কোন এক সময়,
অনুরোধ করি তোমাদের তরে
একটু আশির্বাদ করিও মোরে,
মাটির ঘরে আমি যেন, স্বর্গ সূধা পাই ।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ । ব্লগে আমি একদম নতুন । আপনাদের সু-দিক নির্দেশনা কামনায়......
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
জনম দাসী বলেছেন: হয়, পাগলেই তো স্বর্গ্য শুধা পায়... নইলে কি আর এত মন দিয়ে পড়ি ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
পাবনার পাগল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা +++++++
ব্লগে স্বাগতম