![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
তুমি আসবে বলে আমি চেয়ে থাকি
তেপান্তরের মাঠে,
তুমি আসবে বলে আমি বসে থাকি
ইছামতী নদীর ঘাটে ।
তোমার পানে চেয়ে থাকি আমি
নির্ঘুম রাত জেগে,
তোমার অপেক্ষায় দিন কাটে আমার
অনাহার, উৎকণ্ঠা আবেগে ।
আশায় আশায় দিন চলে যায়
তারপর আসে রাত,
কত রাত আর পেরুলেই পাবো
নতুন দিনের সুপ্রভাত !
হায়রে অপেক্ষা ! তুমি মহৎ,
নিয়ে এলে আমায় কতদূর !
বলো আমায়, আসবে সে কি
পাড়ি দিয়ে বিশাল সমুদ্দুর?
সে যদি নাও আসে ফিরে
আমার ছোট্ট নীড়ে,
খুঁজে নেবো আমি তাকে
নানান ফুলের ভিড়ে ।
মনের কল্পে রাঙিয়ে দেবো
ছবি তার এঁকে,
কেটে যাবে মোর বাকি দিনগুলি
তাহার অপেক্ষায় থেকে ।
©somewhere in net ltd.