নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

নারী ও ফুল

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬





নারী তো ফুলের মতন

ফুলই তো নারী,

নির্যাসে নির্যাসে উভয়ে সনুপূরক

একাধারে সুবাস ছড়ায় এক কাড়ি ।

ফুল তো মধুময়

নারীও কি তাই?

জৌলুসেই নারীর পুষ্পরস

তাইতো ভালোবেসে যায় ।



ফুল শুচি, নারী শুচি

শুচি নারীর মন,

নারীর টানে নাড়ী পুড়ে যায়

আবার করেও বিভাজন ।

ফুল ফুটে ঝড়ে গেলে

হয়ে যায় বিবর্ণ,

নাড়ী ছিঁড়ে নারী গেলে

জীবন হয় চূর্ণ ।



মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

শায়মা বলেছেন: হা হা অনেকদিন পর একটা কবিতা পড়ে অনেক হাসলাম! =p~


তোমার নামটা দেখে অবশ্য হাসতে ভুই পাচ্ছি!


তোমার বাড়ি কি পাবনা ভাইয়া?

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬

পাবনার পাগল বলেছেন: ফুলের হাসিতে সুঘ্রাণ পাচ্ছি ।


তবে ভয়ের কোন কারণ নেই । সবাই মানুষ ।
আর হ্যা, আমি পাবনার ছাওয়াল ।

২| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

আলম দীপ্র বলেছেন: পাবনার পাগল ভাইয়াও কবিতা লেখেন ! :-B :-B :-B বেশ ! B-)) B-))

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

পাবনার পাগল বলেছেন: :D
আর বন্দি থাকতে মুঞ্চায় না । তাই এই পাড়ায় অনেক দিন পর ভিড় জমালাম ।



বিঃ দ্রঃ পাগলের সুখ মনে মনে । B-)

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

 বলেছেন: ভাল লিখছেন+++++

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

পাবনার পাগল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পাগল সাহেবের কবিতায় কনসেপ্ট হিসেবে 'নারী' বেশ জটিলতা তৈরী করলো । তবে বেশ খাসা হয়েছে । মজা পেলাম ।

শুভেচ্ছা ।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

পাবনার পাগল বলেছেন: পাগলের কবিতায় জটিলতা তৈরী একটি নিত্য বিষয় । কথা হচ্ছে কথা তা না । কথা হচ্ছে, জটিলতাটা কি?



B:-/

ধন্যবাদ । আর আপনি মজা পেয়েছেন জেনে আমিও মজা পেয়েছি । =p~

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর তো !!!!!

ভাল লিখছেন+++++

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০

পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: নাড়ী ছিঁড়ে নারী গেলে
জীবন হয় চূর্ণ ।


ভাইয়া কবিতাটা আবার পড়লাম। নাড়ী ছিড়ে নারী যায় কেমনে? আবার জীবনও চূর্ণ হয় নাকি!!! :(

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

পাবনার পাগল বলেছেন: নাড়ী আর নারী শব্দ দুটি ভিন্ন হলেও একজন নরের ক্ষেত্রে সম্পর্কটা একই । অর্থাৎ নারী নাড়ীর সাথেই ওতপ্রোতভাবে মিশে থাকে । তাইতো, নাড়ী ছিঁড়ে গেলে জীবন চূর্ণ হয় । :|



আর হ্যাঁ, কখনো নারীর টানে নাড়ী পুড়েও যায় । :(


৭| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: নারীর টানে নাড়ী পুড়ে যায়
আবার করেও বিভাজন ।


হায় হায় আবার নাড়ী পুড়েও যায়!!!


কি ভয়ানক!!!:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.