![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
একদিন তুমি সব ভুলে গিয়ে
আসবে হয়তো, দেখতে আমায়
মাটির ঘরের ছাওনি;
পাশে বসে, খুব কেঁদে-কেঁদে,
বলবে আমায়, কেন চলে গেলে?
তুমি আর আমায় ডেকোনা
আমি তো চোখ বুজে ঘুমিয়ে আছি;
পাশে বসে কভু কেদোনা
আমি তো গন্তব্যে পৌঁছে গেছি;
আমায় ভেবে আর কেদোনা
আমার তো সব তোমায় দিয়ে চলে এসেছি...
একদিন তুমি একলা বসে
ভাববে আমায়, সৃতির পাতা শেষে;
ফেলবে তুমি, একটুখানি,
ঐ চোখের পানি...
তোমায় আর জ্বালাবো না, কথা দিয়েছি
আমি তো পথ ভুলে অনেক দূরে চলে এসেছি...
ফিকে মায়ায় তুমি ভালোই থেকো
খুব যতনে, অনেক বেশি...
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
পাবনার পাগল বলেছেন: হুমম..
২| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩
একজন সৈকত বলেছেন:
ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
জনম দাসী বলেছেন: পাগলের ইমো দিয়ে লাব নাই,
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
পাবনার পাগল বলেছেন: এই দুনিয়ায় পাগলের কোনই দাম নাই। :'(
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০
খেলাঘর বলেছেন:
হয়তো