![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।
দূরের পাখি সন্নিকটে এসে
যখন জুড়ায় একটু প্রাণ,
দেখিয়া ভাবি, সে হয়তো
মোর বড়ই আপন ।
খানিক পরে যখন সে
আবার উড়াল দেয়;
অসার গগণে তার কোন
খোঁজ খবর নেই ।
হঠাৎ আবার ফিরে এসে
বসে যখন মোর পাশে,
ভাবি তখন, এবার থাকবে হয়তো
আর চলে যাবে না অনায়াসে ।
কিন্তু আবার কোথায় উড়াল দিলো
এই পড়ন্ত বেলায়?
কি বলবো আর পাখির কথা
আকাশের মাঝে সে মত্ত আছে খেলায় ।
একথা কেন বোঝেনা মন
সে দূরেরই তো পাখি
দূরেই থাকবে সারাজীবন;
শুধু কেন নয়ন জলে
ভিজাই দুটি আঁখি?
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
পাবনার পাগল বলেছেন: Thanks.
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
উদাস কিশোর বলেছেন: চালিয়ে যান ।
শুভকামনা
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১
পাবনার পাগল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
জনম দাসী বলেছেন: পরে উত্তর দিবো আগে সব গুলান পড়তে দেন পাবনার পাগল।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
পাবনার পাগল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
ছোট মন বলেছেন: Very Good
Keep Going