নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের ঠিকানায় স্বাগতম। ইহা কেবল একটি সংস্কৃত পাগলের খেরোখাতা মাত্র। যার সমস্ত দায়ভার পাগলের উপরেই বর্তাবে।

পাবনার পাগল

আমি দুর্গম, আমি দুর্জয় আমি সিংহের গর্জন; সাফল্য মোর অন্তিম লক্ষ্য, করতেই হবে তা অর্জন।

পাবনার পাগল › বিস্তারিত পোস্টঃ

প্রপঁচ বিস্ময়

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬



একবার নয়, আমি শত বার জন্মেছি
শত ক্ষণে, বিচিত্র বিবিধের মাঝে;
মানুষ ছাড়াও শঙ্খচিল, শালিখ, ভোরের কাক,
হাঁস, লক্ষ্মীপেঁচা, ধবল বকের ভিড়ে,
জীবনানন্দ দাশের ভাবনার সাঁজে ।

আমি হাজার বার খুঁজেছি নিজের পরিচয়
তবুও পারিনি জানতে ।
আমি লক্ষ বার চেষ্টা করেও
নিজেকে পারিনি চিনতে ।

অর্বাচীন বা প্রবীণ, আশঁসন সফেদ
কোটি ভেদাভেদ;
তব মাঝে পেয়েছি শুধু একটিই পরিচয়
আমি কেবলই সৃষ্ট, নষ্ট জালে ভ্রষ্ট;
উঁচু-নিচু, জাত, বর্ণ, ঐশ্বর্য, প্রভুত্বে
পুরো পৃথিবীই যেন কৃষ্ট ।
স্বতন্ত্র বিস্ময় জাগে মনে প্রতুল
কেন আমি সৃষ্ট???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.