নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় খাতার ছেড়া পাতা...

পুরো পৃথিবীটাই মায়ার বেড়াজালে আবদ্ধ। এই মায়ার বেড়াজালের ভীতরেই রয়েছে সকল সুখ-দুঃখ ।এই বেড়াজাল এর বাইরে যেতে ইচ্ছে করে।কারন এর বাইরে সুখ আছে কিনা জানি না তবুও যেতে ইচ্ছে করে এইভেবে যে অন্তত সেখানে কোন দুঃখ তো নেই ।

নিশ্চুপ আওয়াজ

নিশ্চুপ আওয়াজ › বিস্তারিত পোস্টঃ

চিনে নিন : কে " আসল বন্ধু" আর কে "নকল বন্ধু " !!!

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

এইতো কিছুদিন আগের কথা । ফেইসবুক এর অধিক পছন্দ সম্বলিত কিছু পেইজের গুণী এডমিনরা ব্যস্ত হয়ে পরেছিল এক মহান তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য। তাদের চৌকস মস্তিষ্ক কাজে লেগেছিল “ আসল বন্ধু” আর “নকল বন্ধু” এর পার্থক্য বের করতে। খুব সুন্দর একটা চার্ট এর এক পাশে বিভিন্ন মুহূর্তে “আসল বন্ধু” হলে কি বলবে আর অপর পাশে “নকল বন্ধু” হলে কি বলবে তা লিখে তারা শেয়ার করতে লাগলো। চার্টটা আসলেই খুব ভাল ছিল , খুব নস্টালজিক ও ছিল। দেখলেই মনে পরে যেত বাংলা ব্যাকরণ বই এর “সাধু ও চলিত” ভাষার পার্থক্যের চার্টটার কথা। :P:P



তাদের বলতে চাই, দেখেন ভাই আপনাদের উদ্যোগটা সত্যিই অনেক মহান। তাই ফেইসবুকে মুখগুজিয়ে না রেখে একটা বই বের করেন। অনেকের অনেক উপকার হবে। জামানা খুবই খারাপ আর ভাল বন্ধুর ও খুব অভাব । “ বন্ধু দিবস” উপলক্ষে এক বন্ধু আরেক বন্ধুকে উপহার দিবে আর বলবে ,

“ বন্ধু! তুইত আমার অনেকদিনের বন্ধু কিন্তু অনেক চেষ্টা করেও আসল বন্ধু হতে পারছিস না। এইনে তোর জন্য, এটা পড়ে তুই হয়ে যাবি আমার আসল দোস্ত”!!!!!:P:P:P



আর এতে যে শুধু মানুষদেরই উপকার হবে না কিন্তু নয়। আপনার নিজেরও অনেক উপকার হবে আর্থিকভাবে। বাজারে ভালই চলবে আপনার সেই বই আর তাই আপনি টেরই পাবেন না কখন যে আপনি বিল গেইটস এর সাথে বসে চা খাচ্ছেন এবং উনি তার মেয়ের সাথে আপনার বিয়ের ব্যাপারে কথা বলছেন !!!! :P:P



তাদের কাজকে আমি খারাপ বলছি না। তারা যে কাজটা করেছে - কোন মুহূর্তে ভাল বন্ধু কি বলবে, কি করবে অপরদিকে সেই মুহূর্তে নকল বন্ধু কি বলবে, কি করবে তা সত্যিই অনেক কষ্টের ফসল। কিন্তু বন্ধুত্বকে কখনই ব্যাকরন এর মত নিয়মের মধ্যে আনা সম্ভব নয়। আর কোন মুহূর্তে কে কি বলল তা বিবেচনা করে “আসল বন্ধু” আর “নকল বন্ধু” বিচার করাতো মোটেও ঠিক না। কারণ প্রতিটি মানুষের আলাদা আলাদা ব্যক্তিত্ব, মানুষিকতা, স্বভাব, কথা বলার ধরণ থাকে। অনেকে আছেন যারা কথা কম বলেন, কিন্তু বিপদে আপনার উপকার ঠিকই করেন। এমন অনেক বন্ধু আছে যারা গোপনে আপনার এমন অনেক উপকার করে চলেছে যা হয়তো আপনি জানেনই না। তাই বলতে চাই , জীবনের চলার পথে মানুষের মুখের কথায় গা ভাসিয়ে না দিয়ে একটু থামুন আর মন দিয়ে ভাবুন ,পেয়ে যাবেন আপনার আসল বন্ধুকে ... :):):)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নসমুদ্র বলেছেন: চার্টটা দেখি নাই। তবে একটা ভালো বন্ধু পাওয়া যে অনেক কঠিন তা জানি।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

নিশ্চুপ আওয়াজ বলেছেন: চার্টটা দেইখে লাভ নাই । আমার কাছে ফাউলই মনে হইসে। যাই হোক, একজন ভাল বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

রানা িসরাজুল বলেছেন: একজন ভাল বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

নিশ্চুপ আওয়াজ বলেছেন: হুম ।ঠিক ই বলেছেন ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

কেতকী বলেছেন: নিরবে উপকার করে যাওয়া গোপন বন্ধুকে উদ্দেশ্য করে পুত্তুম প্লাস :D

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

নিশ্চুপ আওয়াজ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.