| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চুপ আওয়াজ
সারা বছর বাংলায় কথা বলি, শুধু ফেব্রুয়ারিতে নয়
তবু বছর ঘুরে এই মাস এলে গর্বে বুকটা উঁচু হয়
কারণ আমরা সবাই জানি
ভাষার জয়ে সাহস নিয়ে উদ্দাম হুংকারে
দামাল বাঙ্গালী একাত্তরে দেশটা স্বাধীন করে
এমন মাসে তাইতো ভাবি
আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি
রাজাকারের ফাঁসি ছাড়া কিভবে পালন করি
তাইতো স্লোগান ধরি
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
মরবে এবার এইদেশেতে আছে যত রাজাকার ...
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
বোকামন বলেছেন: +++