![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা নাকি দুই প্রকার । প্রকৃত ভালোবাসা , মিথ্যা ভালোবাসা। আমিও বলি দুই প্রকারই তবে মিথ্যা ভালোবাসা বলে কিছু নাই । ওইটা হল প্রতারণা। ভালোবাসা কখনও মিথ্যা হয় না ।
আমার মতে দুই প্রকারের ভালোবাসা হলঃ
এক -YO YO ভালোবাসা ,
দুই - লাটিম ভালোবাসা।
যেমন YO YO , লাটিম ছাড়ার আগে ফিতা দিয়ে হাতে YO YO অথবা লাটিম বাঁধা থাকে তেমনি দুই প্রকার ভালোবাসাতেই ভালোবাসার মায়াজালে দুইজন কাছাকাছি থাকে। জীবনে ভুল বোঝাবুঝি , কোন একজনের সামান্য অন্য মনস্কতা, পার্থিব কোন ঝামেলা সবকিছু মিলেই দুইজন দূরে সরে যায় । Yo Yo ভালোবাসায় যতই দূরে যাক ঘুরে ফিরে আবার হাতেই এসে পরে। সব ঠিক হয়ে যায় । কিন্তু লাটিম ভালোবাসায় একজন ভালোবাসার মায়াজাল ছিঁড়ে দূরে সরে গিয়ে ঘুরতে থাকে । আশায় থাকে হাতে লাটিম তুলে নেওয়ার মত তাকেও কেউ মানিয়ে নিয়ে কাছে টেনে নিবে। খালি পায়ে নূপুর পরিয়ে দিয়ে বলবে আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু বোঝাপড়ায় অনেক ব্যবধান , মারাত্মক ego problem এর কারনে হয়তো অন্য কারো হাতেই উঠে পরে লাটিম । ভালোবাসা লাটিমের মত হোক আর YO YO এর মত হোক কোন ভালোবাসাই মিথ্যা নয় ।শুধু পুরো হৃদয় জুড়ে যেই মানুষটার বসবাস তাকে ভুলে থাকার জন্য হৃদয়কেই ভুলে থাকা।
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৬
নিশ্চুপ আওয়াজ বলেছেন: হুম দারুণ .
৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৯
নূর আদনান বলেছেন: ভালোবাসা কখনও মিথ্যা হয় না ।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪
পেন্সিল চোর বলেছেন: মিথ্যা ভালোবাসা বলে কিছু নাই । ওইটা হল প্রতারণা
সহমত
৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৪৪
নিশ্চুপ আওয়াজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
অদ্ভুত_আমি বলেছেন: দারুণ তো !!!