নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো্: আলী আকবর

মো্: আলী আকবর › বিস্তারিত পোস্টঃ

!---------আমরা বিবেক হারা---------!

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯

ধরে নিলাম সেখানে একদল নরপশু ছিল। তার মানে ১০-২০ জনের বেশি হবার কথা না। কিন্তু হাজার হাজার মানুষের সামনে এরকম একটা ঘটনা ঘটলো তাহলে তারা কি তামাশা দেখছিলো। প্রশাসনের ভুমিকাই বা কি ছিল।আজকাল আমাদের সামনে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে প্রথমে মোবাইল বের করে ছবি তুলি না হ্য় video করি। তাহলে এরকম অনাকাংখিত ঘটনা ঘটার পরে এধরনের লিখা-লিখি আর সুন্দর সুন্দর কথা অতিমাত্রা্য় চোরের মায়ের বড় গলা আর চোর পালালে বুদ্ধি বাড়ে, -এ দুটি উক্তিকেই সমর্থন করে।
কথায় আছে ১০ জন খারাপ লোকের সাথে ১ জন ভাল মানুষ থাকলে সেও খারাপ হতে পারে। আর এখন হাজার হাজার ভাল মানুষের পাশে ২/১ জন খারাপ কিছু করলে তারা আধুনিক কাজটিই করে।
সুতরাং এধরনের গলাবাজি না করে আমাদের সভ্য ও সচেতন হওয়া জরুরি।
আসুন সবাই মিলে খারাপদের পাশে দ্বারাই এবং তাদের উচিত শিক্ষা দেই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩

সায়লা বলেছেন: সহমত প্রকাশ করলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.