নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল্লুক আকবর

ভাল্লুক আকবর › বিস্তারিত পোস্টঃ

পাকনা পোলাপাইনের শাহবাগ আন্দোলন আর কিছু হতাশা :( :( /:) /:)

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ইদানীং ব্লগে কিছু পোলাপাইন দেখতাসি যারা বেশি পাকনা হয়ে গেসে। আমি নিশ্চিত কইরা বলতে পারি তাদের হয়তো এখনও মোচ দাঁড়ি গজায় নাই। X( X( তারা দুই চার দিন শাহবাগের রাস্তায় বইসা নিজেরে যে কি মনে করে আল্লাহ মালুম!!!! এখন আবার অনেকেই কইতে পারেন আমি শিবির করি বিনপি করি। কিন্তু ভাই আমি কোন দল করি না আর ভোট হইলে না ভোট দিয়া আইসা পরি। তাই বলে এটা না যে আমি শাহবাগে যাই নাই। আমি গেসিলাম প্রথম সপ্তাহ। এখন আবার বইলেন না কই তোমার ছবি দেখাও যে শাহবাগে গেসিলা। না ভাই আমি ছবি দেখাইতে পারুম না কারন আমি কোন ছবি তুলি নাই। :( :(



তো সেই সব পোলাপাইন যারা বইসা বইসা পুলিশের পাহারায় হাউ কাউ করে আর কঠিন সব স্লোগান দেয় যেমন ধরেন এরে জবাই করো অরে জবাই করো রো কত কি। তারা আবার নিজেদের কয় তারা নাকি নতুন মুক্তিযোদ্ধা। (অফ টপইক ভাই আমিও গেসিলাম আমার মুক্তিযুদ্ধার সার্টিফিকেট কে দিব??) :-* :-*



তা যাই হোক না পাইলাম সার্টিফিকেট কিন্তু তাদের যা সাহসের গল্প শুনি টা শুইনা তো তাদের মুক্তিযোদ্ধা মনে হয় না। ১দিন শুনছিলাম শিবির আইতাসে এটা শুইনা দৌড়াই গিয়া কয়জন গরম তেলের উপর পইরা হইসে আহত। হায় হায় যুদ্ধের আগেই আহত!!!! ক্যামনে কি হইব!!!!!! B:-) B:-)



তো এই সব পোলাপাইন যারে তারে রাজাকার কয় ছাগু কয়। আমি নিশ্চিত অনেকে আজ আমারে ছাগু কইব। বাঘা কাদের রাজাকার হইলে আমি যদি রাজাকার হই আমার আফসোস নাই। ১দিন ঐ আন্দলোনে ১ পোলারে দেখি গরমের মাঝে ২ টা জামা পইরা ঘুরতাসে। পরিচিত ছোট ভাই ডাক দিয়া জিগাইলাম কাহিনী কি? ঐ পোলা যা কইল মাথা গেল আমার ঘুরায়া। পোলা কয় রোজ রোজ তো আর এইখানে আসা সম্ভব না তাই ২ টা জামা পইরা আসছে যাতে ২ জামা পইরা ২দিন আসছে সেই ভাবে ছবি তুলা যায়। এই হইসে ফেসবুক পোলাপাইনের অবস্তা। X(( X(( |-)





ভাই বিশ্বাস করেন এই আন্দোলন নিয়া আমার অনেক আশা ছিল। ভাবসিলাম নতুন প্রজন্ম এরা যদি কোন ভাবে কোন দল বানাইতে পারে আর দেশের হাল ধরতে পারে তাইলে দেশের চেহারা বদলায়া যাইব। কিন্তু সেটা তো আর হইল না। রাজনীতির এমন গুটিবাজি এই দেশের লোক কম দেখসে। |-) |-) ভাই গালি দেন আর যাই করেন বুকে হাত দিয়া কন তো এই আন্দলনের কি আর সেই জোশ আছে নাকি??

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

এএকে বলেছেন: ভাল লাগল ++++ ব্যান না খাইলেই হইল

২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জোশ যেমন তেমুন হুশইতো নাই!!!!!

৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ডিং ডং

৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

পরের তরে বলেছেন: আসলেই আন্দোলনটা নিয়ে অনেক আশা ছিল কিন্তু কেমনে যে কি হইল বুঝবার আগেই সবশেষ। আহা রে আমরা কোনদিন নির্দলীয় হইতে পারলাম না। দুঃখটা রয়ে গেল এমনকি তরুণ প্রজন্ম ও এই গোলক ধাধা থেকে বের হইতে পারলাম না।

৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: আশা তো সবারি ছিল! :(

৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২

ভাল্লুক আকবর বলেছেন: এএকে ভাই কাওরে তেল মাইরা ব্লগে লিখতে আসি নাই। ব্যান করলো নাকি না করলো এতো গুপ্ত কেশ গুনার টাইম নাই...

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

পুরান ঢাকার পোলা বলেছেন: পরের তরে বলেছেন: আসলেই আন্দোলনটা নিয়ে অনেক আশা ছিল কিন্তু কেমনে যে কি হইল বুঝবার আগেই সবশেষ। আহা রে আমরা কোনদিন নির্দলীয় হইতে পারলাম না। দুঃখটা রয়ে গেল এমনকি তরুণ প্রজন্ম ও এই গোলক ধাধা থেকে বের হইতে পারলাম না।

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

ভাল্লুক আকবর বলেছেন: নাজিম ভাই এতো হতাশ হইয়েন না। আমি আশা করি দেশে ১০ বছরের মাঝে নতুন নেতৃত্ব আসবে। তখন আমাদের দেশ বদলায়া যাইব।

৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

ভাল্লুক আকবর বলেছেন: পরের তরে আর পুরান ঢাকার পোলা এই আন্দোলন চুরি হইসে হয়তো কিন্তু আশা করি সামনে আরও আন্দোলন হবে যেগুলা কেও চুরি করবে না হয়তো।। !:#P !:#P

১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই আন্দোলনকে নিয়ে হতাশ!

১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
শাহবাগ গেছি ছবিও তুলছি কিন্তু ছবিগুলা কোনজায়গায়ই প্রকাশ করি নাই । কজ আমি গেছি আমার দেশপ্রেম থেকে এই জায়গায় সবাইরে দেখানোর জন্য ছবি আপলোডের প্রয়োজন কি !!

১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮

ভাল্লুক আকবর বলেছেন: আজ আমি কোথাও যাবো না ভাইরে এখন আবার আসছে শহীদ রুমির নামে অনশন। জানি না এটা শেষ পর্যন্ত কই যাবে।

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

ভাল্লুক আকবর বলেছেন: লিন্কিন পার্ক ভাই যে বলে সে করে না আর যে করে তার তো বলার দরকার নাই। আসলেই যারা চেতনার টানে যায় তারা এতো ফালায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.