নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল্লুক আকবর

ভাল্লুক আকবর › বিস্তারিত পোস্টঃ

যেই মুভিটি আপনাকে কাঁদাবেই, কোরিয়ান মুভি Saad Movie :(( :((

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০০

কোরিয়ান মুভির সন্ধান আমি এই ব্লগ থেকেই পাই আর তারপর ১ টা ২ টা করে করে অনেকগুলো কোরিয়ান মুভি দেখা হল আমার। মুভি গুলো আমাকে হতাশ করেনি কোন সময়েই। তারপরেও কিছু মুভি মনের ভিতর দাগ কেটে যায়। তেমনে ১ টি মুভি হল Sad Movie।



হয়তো অনেকেই এই মুভি দেখে ফেলেছেন কিন্তু যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। মনে রাখার মত ১ টি মুভি। মুভির নাম শুনেই হয়তো এর পরিণতি ধারনা করতে পারছেন। ৪ টি আলাদা ভালবাসার গল্প বর্ণিত হয়েছে পুরো সময় জুড়ে। এই মুভি দেখা মানে হচ্ছে আবেগের রোলার কোসটারে বসা। অবশ্য মুভির প্রথম ২/৩ ভাগ মূলত বেশ কমেডি ধাঁচের।

ভালবাসার মানুষকে মনের ভালবাসার কথা জানানো যে কতোটা জরুরি টা এই ছবিতে তুলে দরা হয়েছে। ছবির প্রতিটি চরিত্র মুখ ফুটে বলতে পারে না যে তারা একজন আরেকজনকে কতোটা ভালবাসে। প্রতিটি চরিত্রের হতাশা আপনার মনকে ছুঁয়ে যাবে। কিছুটা বোকা এক ফায়ারম্যান, বেকার যুবক, অসুস্থ মা, আর এক জন বধির মেয়ে মুভির মূল চরিত্র।

গল্প বলার ধরন আপনাকে খুব সহজেই মুভির মাঝে টেনে নিয়ে যাবে। শেষের উপসংহার দেখে হয়তো আপনি আর চোখের পানি ধরে রাখতে পারবেন না। হাজার হোক এটা কোরিয়ান ভালবাসার গল্প।



বিঃ দ্রঃ বেস্ট ফীলিংস পাওয়ার জন্য রাতের বেলা একা দেখবেন। সবার সামনে কান্নাকাটি মুভি দেখে মজা পাওয়া যায় না তেমন।

ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=RedseMK60GE

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২০

ভাল্লুক আকবর বলেছেন: আপনাকেও ধইন্না :#> :#>

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার এক কাজিন আছে, কোরিয়া পাগল। ওকে দেখতে বলব।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

ভাল্লুক আকবর বলেছেন: আপনার মত জনপ্রিয় ব্লগার মন্তব্য করসেন দেখেই ভাল লাগল।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বোকামন বলেছেন: মনে রাখার মত ১ টি মুভি

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

ভাল্লুক আকবর বলেছেন: যথার্থ বলেছেন

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

~মাইনাচ~ বলেছেন: দেখা হয়নি, দেখতে হবে

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

ভাল্লুক আকবর বলেছেন: সময় করে দেখে নিবেন।আশা করি ভাল লাগবে।

৫| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শব্দহীন জোছনা বলেছেন: কোরিয়ান বেশী মুভি দেখা হয় নাই, তারপরের যে কয়েকটা দেখা সবগুলা কেমন যেন দুঃখী দুঃখী... আপনার দেখা দম ফাটানো কোরিয়ান মুভির নাম দিন তো, একটু হাসি। মানে হাসির মুভি দেখি আরকি :)

আর এই মুভি টাও সময় করে দেখব।ধন্যবাদ পোস্টের জন্য।

৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৬

ভাল্লুক আকবর বলেছেন: ok bro i will write a post for u in the near future...

৬| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:৩৭

শব্দহীন জোছনা বলেছেন:
ওকে!

:)


০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫১

ভাল্লুক আকবর বলেছেন: ভাই আপনার কথা মাথায় রেখে নতুন ১ টা পোস্ট দিসি। পড়ে দেইখেন। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.