নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল্লুক আকবর

ভাল্লুক আকবর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় Jim Carrey’র অসাধারন মুভি The Number 23 ( Tribute to the legend)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫০

Jim Carrey কে আমরা ছিনে থাকি তার স্বভাব সুলভ হাশি খুশি অভিনয়ের জন্য। কমিক অভিনয়ের জন্য তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। Steve Carell আর Jim Carrey এর মাঝে কে সেরা টা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু আমার কাছে মতামত চাইলে আমি বলবো অবশ্যই Jim Carrey. আমার মতে অসাধারন প্রতিভাবান এই মানুষকে সঠিক ভাবে মূল্যায়ন করা হয় নি।





যাই হোক Jim Carrey সাধারনত কমিক রোলে অভিনয় করে থাকলেও কিছু ভিন্নধর্মী মুভিতেও কাজ করেছেন। তেমন এক অসাধারন মুভির সাথে পরিচয় করে দেয়ার চেষ্টা করব আজ আমি।







মুভির নাম The Number 23. যারা রহস্য, ড্রামা, থ্রিলার নিয়ে থাকতে ভালবাসেন তাদের অবশ্যই দেখা উচিৎ মুভিটি। মুভির নায়ক Walter Sparrow (Jim Carrey) একজন Animal Control Officer. তিনি তার জন্মদিনের দিন একটি কুকুরকে ধরার জন্য কল পান। কিন্তু দুর্ভাগ্যক্রমে কুকুরটি তাকে কামড় দেয় যার ফলে তার ওয়াইফকে পিক করতে তার দেরি হয়ে যায়। তার ওয়াইফ সেই সময় বইয়ের দোকান থেকে বই (The Number 23) নিয়ে পড়া শুরু করেন অতঃপর সেই বইটি তিনি Walter Sparrow কে উপহার দেন। Walter Sparrow পরে যখন বইটি পড়া শুরু করেন তখন তিনি অবাক হয়ে খেয়াল করেন যে বইয়ের ঘটনার সাথে তার নিজের জীবন অদ্ভুত ভাবে মিলে যাচ্ছে। তিনি যতই বইয়ের গভীরে যাওয়া শুরু করলেন ততই রহস্য তাকে ঘিরে ধরা শুরু করল। এই বইয়ের জন্য তার ২৩ সংখ্যার উপর ১ টা obsession চলে আসা শুরু করল। তিনি পাগলের মত বইয়ের লেখককে খুজে বের করার চেষ্টা করেন। তার ছেলে আর তার ওয়াইফ তাকে এই কাজে সাহায্য করেন। মুভির শেষে অসাধারন কিছু টুইসট আছে আপনাদের জন্য। এই মুভির গল্প মনে থাকবে আপনাদের অনেকদিন।

জয়তু Jim Carrey......

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: Jim Carrey -প্রিয় অভিনেতাদের একজন।
ডাম এন্ড ডাম্বার -কতবার যে দেখেছি। সেরা কমেডি ছবি। ব্রস অলমাইটিও দারুন। আসলে উনার সবগুলো মুভিই বারবার দেখতে ইচ্ছে করে। মাস্কও অসাধারণ একটি মুভি।
আপনার এই ছবিটি দেখা হয়নি। কাহিনী শুনে ভালো লাগলো। আর জিমক্যারির মুভি বাদ দেই কেমন করে?

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:০১

ভাল্লুক আকবর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। দেখে ফেলুন ভাল লাগবেই। ডাম এন্ড ডাম্বার আমার দেখা অন্যতম সেরা মুভি।

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১৭

বোকামন বলেছেন:






দারুন একখানা মুভি। আপনি লিখেছেন চমৎকার করে :-)
জীম ক্যারির অভিনয় সবসময়ই দুর্দান্ত

কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:২২

ভাল্লুক আকবর বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার লেখার ধরন যে কার ভাল লাগতে পারে টা আমার ধারনার বাইরে। লেখার আগে ভাবি কত কিছু লিখব কিন্তু লেখার সময় আর মাথায় আসে না।
শুভকামনা আপনার জন্য।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:১১

নিমতিতা বলেছেন: ধন্যবাদ , এটা চোখে পড়েনি আগে। দেখবো।

যারা এই পোস্ট পড়ছেন, কিন্তু জিম ক্যারির মুভি দেখেন নি:

Liar Liar: দেখুন, ভাল লাগবে
Yes Man: হালকা জিনিস দেখতে চাইলে, ভালো সময় কাটবে

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৯

ভাল্লুক আকবর বলেছেন: Yes Man জীবনকে অন্য ভাবে দেখতে শিখায়। Liar Liar মুভিটাও অনেক পছন্দের।

৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

এস আর সজল বলেছেন: Jim Carrey-র "Yes Man" আর "Bruce Almighty" এই দুইটা মুভি সবচে ভালো লেগেছে। এছাড়াও, "Batman Forever" মুভিতে "Riddler" চরিত্রে Jim Carrey-র অভিনয় অন্যরকম লেগেছে। "The Number 23"ও ভালো লেগেছে।

০৫ ই জুন, ২০১৩ রাত ১:১৩

ভাল্লুক আকবর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

খেয়া ঘাট বলেছেন: Liar Liar - থিয়েটারে দেখেছিলাম। মনে হয় খ্রিসমাসের সময় রিলিজড হয়েছিলো। দারুন একটা মুভি।

০৫ ই জুন, ২০১৩ রাত ১:১৫

ভাল্লুক আকবর বলেছেন: এইসব ভাল মুভি যদি আমরাও দেশে বসে সিনেমা হলে দেখতে পারতাম... :-< |-)

৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রথম লাইনে ছিনে* চিনে !

ভালো লিখেছেন ! মুভিটি আলসেমী করে দেখিনাই বলে মেজাজ লাগতাছে ! :|

০৫ ই জুন, ২০১৩ রাত ১:১৭

ভাল্লুক আকবর বলেছেন: অভ্র তে লেখি তাই ভুল হয় আর পরে এডিট করতে মনে নাই। ভুলের জন্য দুঃখিত... আর মেজাজ খারাপ না করে মুভিটি দেখে ফেলুন।

৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:০১

শাওণ_পাগলা বলেছেন: জিম ক্যারি কে ভালো পাই। পোস্টে প্লাস

০৫ ই জুন, ২০১৩ রাত ২:২৬

ভাল্লুক আকবর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭

শাওণ_পাগলা বলেছেন: জিম ক্যারির ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয়ের আরেকটা ভালো ম্যুভি হলো "এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড"।

পার্সোনালি, অই ম্যুভিটা দেখার আগে শুধু তার কমিক চরিত্রের ম্যুভি গুলা দেখসি। ম্যুভিটা দেখার পর বুঝলাম একচুয়ালি, জিম ক্যারি অন্য মাপের অভিনেতা।

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

ভাল্লুক আকবর বলেছেন: "এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড" দেইখা মাথা গুরায়া গেসিল। সেইরাম মুভি।

৯| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: "এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড"।- এটাও অনেকদিন মনে রাখার মতো একটা মুভি।

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

ভাল্লুক আকবর বলেছেন: ঠিক বলছেন ভাই.........

১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

শব্দহীন জোছনা বলেছেন:
ট্রু ম্যান শো... জিম ক্যারি যেখানে তার বেষ্ট


এই মুভি টা দেখা হয় নাই।

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

ভাল্লুক আকবর বলেছেন: দেখে ফেলুন ভাল লাগবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.