![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের আনন্দের মাঝে আপনাদের সাথে হালকা টাইপের কিছু মুভি শেয়ার করলাম যা দেখে নির্মল আনন্দ পেতে পারেন।
১. The Girl Next Door
মুভির কিছু ভাল লাগুক আর না লাগুক নায়িকা দেইখা পইসা উশুল হইব এটা নিশ্চিত ভাবে বলতে পারি। কাহিনী হইতাসে নায়কের পাশের বাসায় হটাত একদিন নায়িকা আসে। নায়িকা আবার এক্স-পর্ণস্টার। কিন্তু নায়ক প্রথমে জানত না পরে জানতে পারে। তো নায়ক এই মেয়ের প্রেমে পড়ে আর প্রেমে পড়ে মানে আরো কিছু ঝামেলাতেও পড়ে। এই আর কি হাল্কার উপর মুভিটা।
Download link Torrent: Click This Link
২. Get the Gringo
ওস্তাদ মেল গিবসনের মুভি এটা। জেলখানা নিয়া মুভি যাদের ভাল লাগে তারা খুব মজা পাইবেন। হালকা পাতলা অ্যাকশান আসে টাইম ভাল কাটব। ব্যাপার হইতাসে নায়ক মেক্সিকোর ১ টা জেলে আটকায়া যায়। জেলের ভিতর যেন ১ টা পুরা শহর। এটা নিয়ন্ত্রণ করে ভয়ানক এক গুন্ডা আর তার চ্যালা মুন্ডারা। মুভিটাতে এক টা ছোট ছেলে খুব গুরুত্বপূর্ণ। যদিও তার হায়াত বেশি দিন নাই। কিন্তু আমাদের ওস্তাদ ওই পোলারে ক্যামনে বাছাইব এটাই হইসে ব্যাপার।
Download link Torrent: Click This Link
৩. The Croods
আমি নিজে এনিম খুব একটা দেখি না কিন্তু দোস্তের কথা রাখতে গিয়া এটা দেখসি আর মজা পাইসি। এটার কাহিনী হইতাসে আদিম মানুষদের নিয়া। একটা পরিবার গুহাতে বসবাস করে আর পরিবারের প্রধান নতুন কিছু গ্রহন করতে চান না। নতুন যেকোনো জিনিসের প্রতি তার ভয় কাজ করে। তো তার মেয়ের সাথে মোটামুটি আধুনিক (তাদের কাছে) একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটা সেই ফ্যামিলিকে বাঁচার জন্য বিভিন্ন ভাবে সাহায্য করে। খুব মজার মুভি। যদিও মুভির একটা মেসেজ আছে আশা করি তা খুব সহজেই বুঝতে পারবেন।
Download link Torrent: Click This Link
সবাইকে ঈদ মোবারাক......
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০
ভাল্লুক আকবর বলেছেন: কিরে ভাই প্রথম মুভিতে অতো খারাপ কোন শট নাই। হালকা পাতলা কিছু আছে যা এই ধরনের মুভিএর জন্য স্বাভাবিক। ভালা থাকবেন।
২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
মেহেদী হাসান '' বলেছেন: ১ নম্বর টা দেখছি, কিঞ্চিৎ ১৮+, মাইয়ার হাসিডা অসাম লাগছে
২,৩ দেখতে হবে।
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০
ভাল্লুক আকবর বলেছেন: মাইয়ার হাসি দেখলে আসলেই কলিজা ঠাণ্ডা হইয়া যায় :!> বাকি ২ টাও দেইখা ফেলেন। মজা পাইবেন।
৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
গজ-কচ্ছপ বলেছেন: দ্যা গার্ল নেক্সট ডোর যদি ভালা লাইগা থাকে তাইলে ইউরো ট্রিপ আর রোড ট্রিপ দেখতে পারেন। ভাল্লাগবে আশা করি। ব্যাপক বিনোদন।।
৪| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খালি ১ দেখছি। আর দেহি নাই।
৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
মেংগো পিপোল বলেছেন: ঈদ মোবারাক......
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
খেয়া ঘাট বলেছেন: এইগুলোর একটাওতো দেখি নাই।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫
জাবের তুহিন বলেছেন: রমজান যাইতে না যাইতেই বান্দ্রামি । বেত্তামিজ /
আর প্রথমতা একটু দেখছি । আমি ভালো তাই পুরা দেখি নাই । আর তৃতীয়টা আজকে বিকেলে দেখছি । মজার আছে ।
'' রিলিজ দা বেবি '' ।