নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত বেকার :(

একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস)

পেশায় বেকার, চরিত্রের দিক থেকে মানব ও প্রকৃতি প্রেমী।

একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালবেসেছিলাম

২৮ শে জুন, ২০১৪ রাত ১:৫৪

তোমাকে ভালবেসেছিলাম

আর দশ জন যেভাবে ভালোবাসে

তেমনভাবে নয়, আমার নিজের মত করে।



আমার কাছে ভালোবাসার সজ্ঞাটা একটু ভিন্ন রকম;

পার্কে হাত ধরে ঘোরা, নির্জন পথের অন্ধকারে বসে থাকা,

টিএসসির ভেতরে সবার উপস্থিতি ভুলে গিয়ে অন্তরঙ্গ মুহূর্ত,

এগুলো আমার কাছে ভালোবাসা মনে হয় নি কখনোই।

এগুলোতো নিছক শারিরীক আকর্ষণ।



তোমাকে ভালোবেসেছিলাম,

তোমার চুল দেখে নয়,

সুন্দর মুখশ্রী দেখেও নয়,

নয় তোমার সামাজিক অবস্থান দেখে।

ভালোবেসেছিলাম তুমি অনেক ভালো বলে।



বনলতা সেনের মত পাখির নীড়ের মত চোখ ছিল না তোমার

কিন্তু সুন্দর মন ছিল,

সেটাই যথেষ্ট ছিল তোমার প্রেমে পড়ার জন্য।

প্রেমে পড়েছিলাম,

তবে বলতে পারিনি।



আজ তুমি অনেক দূরে, দেখা নেই-কথা নেই,

বিশ্বায়নের এই যুগেও আমরা দুজন দুই ভবনের বাসিন্দা।

আজ আমাদের পথ ভিন্ন,

মত ভিন্ন,

ভিন্ন আমাদের জীবন যাপনের ধরণও।

তারপরেও তোমাকে বলতে ইচ্ছা হয়;

তোমাকে ভালোবেসেছিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.