![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় বেকার, চরিত্রের দিক থেকে মানব ও প্রকৃতি প্রেমী।
পাকা রাস্তার দুপাশেই খণ্ড খণ্ড আকারে রয়েছে শালবন। আগে রাস্তার দুপাশটাই বন ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় অধিকাংশ এলাকা ধানক্ষেত ও বসত বাড়িতে রূপান্তরিত হয়েছে।
শালবন কেটেই তৈরি হয়েছে ভুট্টা ক্ষেত। ক্ষেতের পেছনেই শালবন।
এই রাস্তা দিয়ে আগে একা যাওয়ার শাহস খুব কম মানুষের হত। মেছো বাঘ থেকে শুরু নানান হিংস্র প্রাণীির বাস ছিল রাস্তার দুপাশের বনে।
এক সময় এ বনে বাঘ-শিয়ালে জল খেয়েছে! ভাবা যায়
বসন্তের শুরুতে বনের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়।
কমছে বন বাড়ছে ধানক্ষেত
শাল ফুল। উড়ে গিয়ে নানান স্থানে পড়ে। ভেতরে থাকা বীজ থেকে বংশবৃদ্ধি ঘটে।
উপরের ছবি দুটো একই রাস্তার। মূল রান্তার পাশের মেঠো পথের। প্রথমটি বসন্তের দিকের পরেরটি শীতকালের।
সবগুলো ছবি নেয়া হয়েছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর এলাকার শালবন থেকে।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৪
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ। বিরল উপজেলার কামদেবপুর গ্রামে
২| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৩২
কালনী নদী বলেছেন: অসাধারণ ছবি ব্লগ! প্রিয়তে নিলাম।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৫
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকবেন
৩| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৪
পুলহ বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর এবং বিশ্ব পরিবেশ দিবসের সাথেও অনেকটাই প্রাসঙ্গিক....
বন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে তার প্রাণী, পাখি আর উদ্ভিদবৈচিত্র্য। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর এলাকার শালবনটিও তার ব্যতিক্রম নয়।
পরিবেশ ভালো থাকুক
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৬
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: পরিবেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য
৪| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:১৪
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: খুব সুন্দর। নানাবাড়ির গজারীবনের কথা মনে পড়ছে। শাল আর গজারী সম্ভবত এক, তাইনা?
শুভকামনা রইলো।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৭
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: জ্বী ভাই। এ্কই গাছের দুই নাম। মধুপুর গড় ও টাঙ্গাইলে গজারি নামে পরিচিত। উত্তরবঙ্গে শালবন নামে পরিচিত।
৫| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৮
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ আপু
৬| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর বটে! আপনার বাড়ি ওই দিকে নাকি? দাওয়াত দেন চলে যাব ।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৯
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: দাওয়াত রইলো ভাই
৭| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪১
শামছুল ইসলাম বলেছেন: বাহ্, কি সুন্দর শালবনের ছবি !!!!
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪৪
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪৪
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: আপনার মন্তব্যও বেশ ভালো লাগলো। ভালো থাকবেন
৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:২১
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার ছবি ব্লগ।
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪৯
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ ভাই
১০| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:১১
সিকদার বাড়ীর পোলা বলেছেন: ভালো লাগা
+++++++++++++++++
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪৮
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৫০
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৫০
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার! ভালোলাগা জানিয়ে গেলাম
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৩
েমা: আলতাফ হোসেন বলেছেন: ছবি গুলো দেখে মনটা জুড়ায় গেল। অনেক দিন প্রকৃতি মিস করতেছি। লেখাটা চমৎকার ছিল।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: দারুন ভাবে ফুটিয়ে তুলছেন।আপনার বাড়ি দিনাজপুর কোন জায়গায় ।