নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি।

একা স্বপ্নীল পথিক

সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি।

একা স্বপ্নীল পথিক › বিস্তারিত পোস্টঃ

Oracle DBA Vs. CCNA

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

এটি একটি সাহায্যমূলক সাময়িক পোস্ট। আইটি অভিজ্ঞদের পরামর্শ চাই।



আমি ই ই ই থেকে পাশ করে একটি টেলিকমে চাকুরি করছি। আমি আমার ক্যারিয়ারের উন্নতির জন্য কিছু কোর্স করতে চাই। কিন্তু, বুঝতে পারছি না দেশে অথিবা বিদেশে ভবিষ্যতের কথা চিন্তা করে কোন পথে গেলে ভালো হবে।

আমি জানি, ২টার কোনোটার সাথে তুলনা চলে না, কিন্তু আমি অভিজ্ঞদের কাছে এই ২টার ই ফিল্ড, সুযোগ, কাজের পরিধি , ক্রিয়েটিভিটির সুযোগ, উন্নতির সুযোগ ( বর্তমানে দেশে অথবা ভবিষ্যতে বিদেশে ক্যারিয়ার গড়তে ) ইত্যাদি সম্পর্কে জানতে চাই।



জানতে চাই, ওরাকল/ এসকিউএল কি বাসায় বসে নিজে নিজে করা সম্ভব? এজন্য বাংলায় কি ভালো বই আছে।



কিভাবে শুরু করবো? কোনটা করবো? প্লিজ, আমাকে কেউ গাইডলাইন দিয়ে সাহায্য করুন।



ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

বাগসবানি বলেছেন: আমি মোটামুটি সবকোর্সই করছিলাম এক জমানায় । যেখানে লবিং হয়, সেখানে এইসব সার্টিফিকেটের কি দরকার - আমার এই ছোট্ট মাথায় তখন ঢুকেনি । তো বাপের পয়সা একটু খরচ করছি আরকি :P
বাড়িতে বসেই করতে পারবেন । তবে ইংরেজীটাই পড়েন । তবে খরচপাতিগুলা মাথায় রাইখেন । শুধু শুধু পয়সা ঢাললেন আর চাকরীতে কোনো পদন্নতি হইলো না, তাহলে আফসোস করবেন । এমবিএ করতে পারেন । ডেজিগন্যাশন যাই থাকুক, বেসরকারী চাকরীতে একটু হলেও বেতন বাড়বে । আর বিদেশে যাইতে চাইলে, স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন - অনেকটা সহজ। ওয়ার্কপার্মিট পাওয়াটা একটু টাফ । তবে অসম্ভব কিছু নহে ।
------------------
আর আপনার এই দুটো ফিল্ডে ক্রিয়েটিভির তেমন কিছু নাই, যদিনা আপনি প্রোগ্রামিং শিখেন । নেটওয়ার্কিং রিলেটেড কাজে, সি/ম্যাটল্যাব/ওয়ারশার্ক এইসব জানা জরুরী । আর ডিবিএতে পি.এল নামে বোধহয় একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে । শুরু করেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

একা স্বপ্নীল পথিক বলেছেন: এমবিএ তো করছি ভাই, তাও লাভ নাই, মামা-চাচা নাই তো কি করা?

খরচ কমানোর জন্যই তো বাসায় করতে চাচ্ছি। একটা বাসায়, আরেকটা নিজে নিজে, কি বলেন ? ;)

এখন এবং ভবিষ্যতে দেশে/বিদেশে কোন ফিল্ডে ভালো উন্নতি হতে পারে, নলতে পারেন?

আর কোন বইগুলো কিনবো?

অনেক ধন্যবাদ পরামর্শের জন্য।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

রবিউল ৮১ বলেছেন: আপনি যেহেতু ই ই ই থেকে পাশ করেছেন এব ং টেলিকমে জব তাই আমার মনে হয় আপনি আপনার জন্য CCNA কোর্সটা করে দেখতে পারেন।এটা বাসায় বসে করা সম্ভব না।আপনার যদি SQL,PLSQL নি্যে ধারণা থাকে তাহলে Oracle DBA আপনি বাসায় বসে কারো হেল্প নিয়ে আস্তে আস্তে শিখতে পারেন।তবে Oracle এর নিজস বইগুলো পড়বেন।খুব সুন্দর ভাবে সেখানে সব ব্যাখ্যা করা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.