![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘের থাবা হয়রে কেমন
দেখরে ধোনি দেখ
এমন খেলা আর পাবিনা
শেখরে কিছু শেখ।
দাদাগিরি খেলার মাঠে
করিসনে আর তুই
দেশে ফিরে রাখিস মনে
বাংলা মায়ের ভূঁই।
যেই মাঠিতে জন্ম নিছে
সূর্য তীতুমীর
যুগে যুগে এই মাঠিতে
জন্মে কত বীর।
মোস্তাফিজের মোকাবিলায়
দাঁড়ায়রে তোর কে?
উইকেট পতন দেখে তোদের
উঠছেরে সুর ভেঁ।
হেলাফেলার নইরে মোরা
শোনরে ভরে কান
এবার তোরা যাবি জানিস
খুঁইয়ে তোদের মান।
©somewhere in net ltd.