![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(গ্রামের বাড়ি গিয়েছিলাম। বিকালবেলা বৃষ্টি হচ্ছে আর তা উঠান গড়িয়ে যাচ্ছে। ৬ মাসের নাতনি তার দাদির কোলে। অনেক ডাকাডাকিতে তার মন জয় করতে পারলামনা। তাই তার মনের ভাবনা কল্পনায় তুলে ধরলাম।)
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উঠানজুড়ে বাণ
নাতনি বসে দাদির কোলে
ধরে মনে তান।
বৃষ্টি দেখে নাতনি বুঝি
করছে উপভোগ
দাদার ডাকে তাই বুঝি তার
নেই যে উপযোগ।
দাদা বলে নাতনিরে তোর
মন নিয়েছে কে ?
সে কি কোন রাজার কুমার
নাকি রাজা সে?
হোকনা যত বড় রাজা
তোর যদি সে চাই
সপ্তডিঙা সাজাই তারে
আনতে আমি যাই।
©somewhere in net ltd.