![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।
রক্ত-রঙিন সবুজ-জমিনের এক পতাকা আছে এই পৃথিবীতে, জীবনের রঙে আঁকা। সবুজের বুকে লাল যেন তরুণের বুকে তেজ মাখা।
সকল দুয়ার দেয় যে খুলে সেই পতাকা, পথ চলতে শেখায় দ্বিধাহীন। সেই পতাকা যার হাতে সে জীবন আঁকে স্বপ্ন-রঙিন।
সেই পতাকার অন্তরে নয় মাসের বিপুল সাহস আর উদ্দীপনা, আত্মদান ও ঐকতান-লব্ধ মুক্তির দ্যোতনা। সেই পতাকা দেশ, সেই পতাকা মা, তার অন্তরে থইথই মাঠ আর অথই নীলিমা।
©somewhere in net ltd.