![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবেক বিক্রি হলে দাস-মন ছাড়া কিছুই থাকে নাকো। আদর্শের তবু নৈতিক বিজয় থাকে।
আমাদের চারিদিকে বিজয়ের উল্লাস,
ছেলেহারা মায়ের বুকে শুধুই শূন্যতা—
ছেলে যে মায়ের প্রাণ!
ফিরে আর আসবে না,
বায়নাও ধরবে না,
‘মা’ বলে ডাকবে না কোনো দিন!
প্রাণহীন মায়ের ভুবন আজও গানহীন।
দেশ আছে, স্বাধীনতা আছে,
শহিদমাতার গৌরবও আছে তার,
তবুও ষোলো কোটি মানুষের ভিড়ে
মায়ের খোকা নেই তো কেউ নেই!
আমি-তুমি কেউ নই, কেউ নই।
মা মা বলে খোকার মুখে
যেমন ফুটত খই!
মাকে বোঝার তেমন খোকা
আমি-তুমি নই।
একলা মায়ের বুকে বেদনা অথই!
©somewhere in net ltd.