নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কতগুলি প্রশ্ন আমাকে ছেলেবেলা থেকেই চিন্তান্বিত করেছে, এগুলোর উত্তর আমি বহু জায়গায় খুঁজেছি, কিন্তু বৎসর বৎসর চলে যায় মেলেনি উত্তর

কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।

সামছা আকিদা জাহান

ছন্নছাড়া, গৃহহারা, বাউন্ডুলে, ভবঘুরে, যাযাবর-------- কত হরেকরকম রংবেরঙ্গের শব্দই না আছে বাংলাতে ভ্যাগাবন্ড বোঝাবার জন্য। কিন্তু সত্যিকার বাউন্ডুলিপনা করতে হলে সবচেয়ে উত্তম ব্যবস্থা------ গেরুয়াধারন। ইরান- তুরান- আরবিস্থানে আর বাংলাদেশে দরবেশ সাজা। ইউরোপে এই ঐতিহ্যমূলক পরিপাটি ব্যবস্থা না থাকলেও অন্যান্য মুষ্টিযোগ আছে যার কৃপায় মোটামুটি কাজ চলে যায়।

সামছা আকিদা জাহান › বিস্তারিত পোস্টঃ

কলম্বাস নাকি রাণী ইসাবেলার প্রেম আবিষ্কার করেছে আমেরিকা?

৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮

জোয়ানের অধিবাসী ক্রিস্টোফার কলম্বাস। জাতে তাঁতী। তাঁত চালাতে চালাতে সব সময় ভাবতেন একদিন জাহাজ চালাবেন। জোয়ান ও ভেনাসের নাগরিকদের তখন বেশ সুনাম। নৌ-বাণিজ্যে উভয় দেশের দক্ষতা চারিদিকে ছড়িয়ে পরেছে। নৌ-বাণিজ্যের জন্য কলম্বাসকে কয়েক বার সমুদ্র ভ্রমন করতে হয়েছে। একদিন তিনি এসে থামলেন লিসবন শহরে। লিসবন পর্টুগালের রাজধানি। তিনি এই শহরের প্রেমে পরে গেলেন। সেই সাথে প্রেমে পরলেন এক ত্বনীর। যেন গোটা পর্টুগালকেই ভালবেসে ফেললেন।



লিবসনে বিয়ে শাদি করে স্থির হয়েও ছটফট করতে থাকেন কোন এক অজ্ঞাত কারনে। মন তার অস্থীর। একদিন গেলেন রাজদরবারে দর্শনার্থী হয়ে। দ্বিতীয় জন তখন পর্টুগালের রাজা।

অনেক তর্কাতর্কির পর কলম্বাস তাকে বুঝাতে পারলেন যে পৃথিবীটা চেপ্টা নয় গোল। কাজেই লিবসন থেকে যদি পশ্চিম দিকে জাহাজ চলে সে জাহাজ একদিন ভারতবর্ষে পৌঁছাবেই। কলম্বাসের কথা শুনে রাজা খুশি হলেন। তিনি বললেন---- যাও বাবা তৈরী হয়ে নাও। লোক-লস্কর, জাহাজ রসদ সব আমি দিচ্ছি তুমি দিন তারিখ ঠিক কর।



আনন্দে অতিশয্যে কলম্বাসের চোখে পানি এসে গেল। রাজা তাকে আশির্বাদ করলেন--- তোমার মহান উদ্দেশ্য সফল হোক।



কি মনে করে রাজা তাকে আবার ডেকে পাঠালেন। দরবারে এলে রাজা তাকে খুব গম্ভীর ভাবে জিজ্ঞাস করলেন -- তুমি তো একজন তাঁতীর ছেলে? তাঁতীতো মাকু চালায় । জাহাজ আর মাকু কি একই জিনিস? তুমি বলছ পৃথিবী গোলাকার? কিন্তু যদি চেপ্টা হয়, তখন কি করবে?

শেষে আমার জাহাজ, লোক-লস্কর, টাকা পয়সা সব মাঠে মারা যাবে!!???---- এই বলে রাজা দ্বিতীয় জন এমন ভাবে কলম্বাসের দিকে তাকালেন যেন তার চেয়ে বুদ্ধিমান মানুষ আর পৃথিবীতে কেউ নেই।

কলম্বাস আকাশ থেকে পড়লেন। সব হারানোর বেদনা যেন তাকে গ্রাস করলো। তিনি মনে মনে ভাবলেন -- এমন মাথা মোটা লোক কিভাবে রাজসিংহাসনে বসে থাকে??



তিনি স্পেনে চলে গেলেন। শুনেছেন স্পেনের রানি ইসাবেলা গুনবতি নারী। যদিও তিনি এই সময় মূরদের সাথে যুদ্ধে লিপ্ত তথাপি তার বর্হিবিশ্ব জয়ের ইচ্ছা হতেও পারে।

রানী ইসাবেলা বললেন-- এই মুহুর্তে তার পক্ষে এত বড় ঝুঁকি নেয়া ঠিক হবে না কারন তিনি চারিদিকে যুদ্ধে লিপ্ত। যুদ্ধ শেষে দেখা যাবে চিন্তা করে।



কিন্তু রানীর ঘুম যে হারাম করে দিল যুবক কলম্বাস। তার যৌবন দিপ্ত সৌম মূর্তি, তার ঋজু ভঙ্গী তার দৃঢ়তা তার আত্মবিশ্বাস রানীকে পাগল করে দিল।



কলম্বাস ভাবছে নিজের কথা। কার কাছে যাবে সে ? কে দেবে তার স্বপ্ন বাস্তবায়নের পথ খুলে।তিনি ইংল্যান্ড যাবার সিদ্ধান্ত নিলেন।

শেষবারের মত চেষ্টা করবার তার সুতীব্র বাসনা। যদিও নৌ-শক্তিতে ইংল্যান্ড দুর্বল, তবুও যদি রাজী হয়।

ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরী। তিনি কলম্বাসকে বললেন -- চুপি চুপি বলি শোন হে যুবক, ইংল্যান্ডের সিংহাসন আমার থাকে কিনা তার নাই ঠিক। যদি সিংহাসনই না থাকে তবে কি লাভ দেশের সীমানা বাড়িয়ে? এই মরার দেশে রাজা হয়ে না শান্তি আছে না সুখ আছে।?



মনে একরাশ হতাশা আর দুঃখ নিয়ে ঘরে ফিরলেন কলম্বাস। ঘরে ফিরে দেখেন এক জরুরী বার্তা নিয়ে দূত এসেছে রানী ইসাবেলার দরবার থেকে। রানী লিখেছেনঃ যেখানে থাও, যে অবস্থায় থাকো, মুহুর্ত বিলম্ব না করে চলে এসো কর্ডোভায়। অধীর প্রতিক্ষা করছি তোমার জন্য।



কলম্বাস ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সে আহবানে সাড়া দিতে। একদিন এসে পৌঁছলেন কর্ডোভা প্রাসাদে। রাণী ইসাবেলার সেদিন আনন্দের অবধি নেই। প্রথম দর্শনের দিন-লগ্ন থেকে এই যুবকটি তার অন্তর জয় করে নিয়েছেন। কাজের ফাঁকে ফাঁকে রাণী স্মরন করে আসছেন কলম্বাসকে। আর সমস্ত হূদয় দিয়ে ভাবতেন আবার কি দেখা হবে কোনদিন? আবার কি ফিরে পাওয়া যাবে তাকে?



শেষে রানী ফিরে পেলেন কলম্বাসকে।

রাণী আপ্যায়নের নেশায় মশগুল। কলম্বাসকে নিয়ে গেলেন অন্দর মহলে।



কলম্বাসের সম্মুখে রানী ইসাবেলা। তিনি সিংহাসনে উপবিষ্টা। কলম্বাসের হাতে একটি মোরক, কাপড়ের। রানীর সনদ।পালোস বন্দরে সাগরের বুকে সান্তামেরিয়া ভাসছে--বুকে একটি দুইরঙ্গা পতাকা নিয়ে। লাল ও নীল। আরও রয়েছে অনেকগুলি পাল। একটিতে ক্রস চিহ্ন আঁকা। ইসাবেলার হুকুমে স্পেনবাসী সাজিয়েছে সান্তামেরিয়াকে।





সূত্রঃ সংগৃহীত

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০১

কাব্য বলেছেন:
শিরোনাম বোধগম্য হইতেছে না :(

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০২

সামছা আকিদা জাহান বলেছেন: কেন????
কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। আর ইসাবেলা কলম্বাসের প্রেমে পড়েই কলম্বাসের আকাঙ্ক্ষা পরনে সহযোগিতা করেছে। তাই শিরনাম হয়েছে

কলম্বাস নাকি রাণী ইসাবেলার প্রেম আবিষ্কার করেছে আমেরিকা?

২| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০২

লেখাজোকা শামীম বলেছেন: কন কি !!!!!!!!!!!!!!
এই প্রেম কাহিনী তো জানতাম না।

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩

সামছা আকিদা জাহান বলেছেন: জটিল কাহিনী । তাইতো শেয়ার করলাম।

৩| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩

জুল ভার্ন বলেছেন: আপু, তোমার লেখার একটা অপুর্ব সুন্দর স্টাইল আছে, একটা স্পেশালিটি আছে-যা একান্তই তোমার নিজস্ব! শব্দে, বাক্যে এবং উপ্সথাপনায় সর্বত্র তোমার স্বকীয়তা! তোমার লেখা পড়তে ইচ্ছে করে-কোন বিরাম চিনহ ছাড়াই-এটাই পাঠক প্রিয়তার অন্যতম একটা বৈশিস্ট! একটি জানা বিষয়কে এমন ভাবে বর্ণনা করেছো, উপস্থাপন করেছো-যার মাধুর্য্যে বারবার লেখাটা পড়তে ইচ্ছে করে!

অসংখ্য ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১০

নুভান বলেছেন: ভালো হইছে, কিন্তু ভেতরে আরও অনেক ব্যাপার আছে, যা কিছুটা অবশ্য বিতর্কিত বটে।

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৬

সামছা আকিদা জাহান বলেছেন: অবশ্যই ভিতরে আরও অনেক ব্যাপার আছে যা বিতর্কিত। হতে পারে কিন্তু আমি একটা অংশ তুলে ধরেছি যা মজার হয়ত এটাও বিতর্কিত। কিন্তু কাহিনী না থাকলে তো বিতর্ক থাকে না। আমি তো বিতর্কে যাচ্ছি না আমি আছি কাহিনীতে। যা রটনাও হতে পারে কারন আমি ঐতিহাসিক নই।

৫| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪

জেরী বলেছেন: ei kahini aj i sunlam:)

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৮

সামছা আকিদা জাহান বলেছেন: আমিও পড়েই জানেছি এবং শেয়ার করলাম। ধন্যবাদ , ভালো থাকুন।

৬| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮

শ।মসীর বলেছেন: এমন করে কেউ যদি বলত, ডেকে পাঠাত- আমেরিকা না হউক আর্মানিটোলা পর্যন্ত তো ঠিকি ছুটে যেতাম :)

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১০

সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা । হিহিহি, ভাইয়া তোমার মন্তব্য পড়ে হাসি থামাতেই পারছিনা।

আহারে, কেন যে কেউ ডাকে না????!!!!!

৭| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২০

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আগে জানতাম না তো .....

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১১

সামছা আকিদা জাহান বলেছেন: এটা হচ্ছে ইতিহাসের ভিতরের ইতিহাস। ধন্যবাদ।

৮| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২২

টনি বলেছেন: কাব্য বলেছেন: শিরোনাম বোধগম্য হইতেছে না

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩

সামছা আকিদা জাহান বলেছেন: কলম্বাস কি আমেরিকা আবিষ্কার করেছে???? নাকি রানী ইসাবেলা কলম্বাসের প্রেমে পড়ার কারনে কলম্বাস সমুদ্র যাত্রা করতে সমর্থ হয়েছে??

এবারে কি শিরোনাম বোঝা গিয়েছে???

৯| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এর ভেতরে এই কাহিনী ছিল! আগে তো জানতামই না। ধন্যবাদ আপু।

শ।মসীর ভাইয়ের কমেন্টে জাঝা!

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৬

সামছা আকিদা জাহান বলেছেন: ধান্যবাদ। আরও কাহিনী আছে পরে শেয়ার করব।

শ।মসীর ভাইকে জাঝা জানিয়ে দেয়া হলো।

১০| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩০

বড় বিলাই বলেছেন: সূত্র সংগৃহীত হলেও সাজিয়েছেন খুব সুন্দর করে।:)

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৭

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ বড় বিলাই।

১১| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২

যীশূ বলেছেন: শ।মসীরের মন্তব্যে সহমত। ;)

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৮

সামছা আকিদা জাহান বলেছেন: আহারে, --

১২| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

তাজা কলম বলেছেন: কিন্তু রানীর ঘুম যে হারাম করে দিল যুবক কলম্বাস। তার যৌবন দিপ্ত সৌম মূর্তি, তার ঋজু ভঙ্গী তার দৃঢ়তা তার আত্মবিশ্বাস রানীকে পাগল করে দিল।

.......... তবে কি কলম্বাসের প্রতি ইসাবেলার অনুরাগেই আমেরিকা হয়েছে আবিস্কার?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++
এমন সুন্দর সহজ সরল গল্পে ইতিহাস দর্শন শুধুমাত্র আপনার মাধমেই সম্ভব। আপনি যদি হতেন ইতিহাসের অধ্যাপক আর আমি ছাত্র তাহলে বোধ হয় কোনদিনই আপনার ক্লাস মিস দিতাম না!


একটা নতুন পোষ্ট:http://www.somewhereinblog.net/blog/TajaKalam/29001383

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০

সামছা আকিদা জাহান বলেছেন: তবে কি কলম্বাসের প্রতি ইসাবেলার অনুরাগেই আমেরিকা হয়েছে আবিস্কার?

আমার কিন্তু তাই মনে হয়।

এত্ত সুন্দর করে মন্তব্য করেছেন -- খুব লজ্জা পেলাম।

১৩| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

ফারা তন্বী বলেছেন: ভাল হয়েছে।:)

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৬

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ ফারা তন্বী, শরীর ভালো এখন?

১৪| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬

চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার লেখায় একটা যাদু আছে, যা পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। এ কাহিনী তো শুনি নাই।

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৮

সামছা আকিদা জাহান বলেছেন: কি যে বলেন না আপু? ভাল লেগেছে জেনে আমার ভালো লাগল।

ধন্যবাদ।

১৫| ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৮

পুরাতন বলেছেন: হুমম..........ধন্যবাদ :)

৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯

সামছা আকিদা জাহান বলেছেন: হুমম..........ধন্যবাদ।।

১৬| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩১

শ।মসীর বলেছেন: আহারে, কেন যে কেউ ডাকে না????!!!!! -- :(

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৫

সামছা আকিদা জাহান বলেছেন: আহারে??????????

১৭| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

হেমায়েতপুরী বলেছেন: আমি কার পেরেমে পইরা কবে জানি কি আবিষ্কার কইরা ফালাই।

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮

সামছা আকিদা জাহান বলেছেন: অপেক্ষায় রইলাম।

১৮| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০২

সৌম্য বলেছেন: তার যৌবন দিপ্ত সৌম মূর্তি, তার ঋজু ভঙ্গী তার দৃঢ়তা তার আত্মবিশ্বাস রানীকে পাগল করে দিল।

মিছা কথা। আমি রাণী ইসাবেলার সাথে কিছু কই নাই। আমার নামে গুজব ছড়ানোয় তেব্র প্রতিবাদ। :P

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৯

সামছা আকিদা জাহান বলেছেন: সৌমর নামে গুজব ছড়ানোয় তেব্র প্রতিবাদ আমিও জানাচ্ছি। কিন্তু গুজবটা ছড়াইলো কে???

১৯| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১০

সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: +

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫০

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ।।

২০| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮

ইমন জুবায়ের বলেছেন: কিছু জানা, কিছু অজানা-উপস্থাপনার ঢংটি দারুন হয়েছে। এভাবে ইতিহাসচর্চা অব্যাহত থাকুক। শুভ কামনায় -

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫১

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২১| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৯

তায়েফ আহমাদ বলেছেন: কলম্বাস-ইসাবেলার প্রণয়!
ইতিহাসের দূর্বল রেফারেন্সের কারনে বিতর্কিত হালকা আভাস পেলেও এত বিস্তারিত জানা ছিল না। সে জন্য ধন্যবাদ।

আসলেই ইতিহাসে শুধু পুরুষের বীরত্ব আর কাপুরুষতার গল্পই লেখা থাকে। এদিকে, নারীর ভালবাসা আর শঠতা যে অন্তঃসলিলা স্রোতস্বিনীর মত বারে বারে ইতিহাসের বাঁক পরিবর্তন করে দেয় তা কেউই লিখে না।

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৫

সামছা আকিদা জাহান বলেছেন: এই কথা ঠিক যে ইতিহাসে শুধু বীরত্ব আর পরাজয়ের কাহিনী লেখা থাকে। এর বাইরে থাকে জীবন কাহিনী। প্রত্যেকের জীবন কাহিনী বিচিত্রতায় ভরা। সেখানে বাস্তবতাকে রূপ রস গন্ধ কল্পনা দিয়ে তৈরী করা হয় গল্প কথা। আমার উপস্থাপনা ঐটুকুই।

ধন্যবাদ।

২২| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৯

কাব্য বলেছেন:
আমিতো অখনতরী শিরোনাম-ই বুঝবার পারি নাই :(। এত্তো বড়ো কন্টেন্ট পড়মু কবে :-*?

আমারে মনে হয় আইজকা রোজায় ধরছে :(( :|:|

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬

সামছা আকিদা জাহান বলেছেন: ইফতারের পর পইড়ো ।

২৩| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৯

ফারহান দাউদ বলেছেন: কোন কোন ইতিহাসে মনে হয় কলম্বাসরে গ্লোরিফাই করার এটা চেষ্টা থাকে। কিন্তু এই কলম্বাসই যে দানবিক নিষ্ঠুরতায় আমেরিকার আদিবাসীদের হাজারে হাজারে খুন করসিলো বসতি গড়ার জন্য আর লুটপাট করে স্প্যানিশ জাহাজ ভরার জন্য, এবং দাস আমদানী করার জন্য, এইটা অনেক জায়গাতেই বলা হয় না। আর ঠিক নিশ্চিত হতে পারছি না, এইটা কি সেই ইসাবেলা যে কিনা আলহামরাতে মুসলিমদের মসজিদে নিরাপদ আশ্রয় দেয়ার কথা বলে পুড়ায়া মারসিলো?

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৫

সামছা আকিদা জাহান বলেছেন: কলম্বাস কি করেছে কেন করেছে আমি সেই কথা বলিনি। আমি শুধু যা জেনেছি রানী ইসাবেলা ও কলম্বাসের মধ্যে প্রনয়ের কথা। আমি সেটাই তুলে ধরেছি। এটা একটা অংশ মাত্র।

কলম্বাস ভারতের মসল্লা ও মনি মানিক্যের লোভে সাগর পাড়ি দিয়েছে তার উদ্দেশ্য ছিল ভারত এ সবই ইতিহাসের কথা।

ইসাবেলা হ্যাঁ এই সেই ইসাবেলা যে এপ্রিলফুল তৈরীর নায়িকা ।

২৪| ৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

নুভান বলেছেন: ফারহান, আসলে কলম্বাস মুর বিজ্ঞানীদের কাছ থেকেই প্রথম ধারনা পেয়েছিল যে পৃথিবী যেহেতু গোল, তাই এক সময় না এক সময় না এক সময় ভারতে পৌছুবে(Click This Link নেভিগেশন প্ল্যান দেখুন)। কিছু সুত্রে জানা যায় কলম্বাসের গাইড-ও মুর ছিলো Click This Link
যা হোক, ইসাবেলা কলম্বাসের প্রেমে পড়েছিলো এগুলো সব ভূয়া, কারন ইসাবেলা আর তার ফার্ডিনান্ড মুরদের হত্যার পবিত্র উৎসবে(!) মেতে উঠেছিলো, আর স্পেনে দেখা দেয় অর্থ সংকট দক্ষ জনবলের অভাবের কারনে, এদিকে আবার তুর্কিরা মুহুর্মুহু ইউরোপ আক্রমন করছিলো, কন্সান্টিনোপল অটোম্যানদের কাছে পতনের অপেক্ষায়। এ সময় সংকট উত্তরনের একটাই রাস্তা ছিল সোনা, আর তা পাওয়া যাবে ভারত থেকে মশলা আমদানী করে ইউরোপে বিক্রি করা। স্থলপথ ছিল অটোম্যানদের দখলে, তাই বাধ্য হয়েই ইসাবেল ও ফার্ডিনান্ড ভারত খুঁজে বের করার দ্বায়িত্ব দিয়ে কলম্বাস কে পাঠায়, অনেকে আবার বলে কলম্বাসের কিছু বৎসর পূর্বে চায়নিজ এর মুসলিম এডমিরাল জেং হে (যাকে আরব ও ইরানীরা সিন্দবাদ বলে জানে ;) http://en.wikipedia.org/wiki/Zheng_he) আমেরিকা আবিস্কার করেন ( Click This Link)। এদিকে টার্কিশ এডমিরাল পিরি রইসের (http://en.wikipedia.org/wiki/Piri_Reis ) কথাও এসে যায়, যিনি সর্বপ্রথম বিশ্বের ম্যাপ তৈরী করেন। তিনিও নাকি দক্ষিন আমেরিকা যাবার এক রাস্তা আবিস্কার করেন। যাইহোক, বহুত প্যাচাল পারলাম। গল্প হিসেবে আপনার লেখা চমৎকার, আপনি যদি হতেন গল্পকার আর আমি শ্রোতা তাহলে বোধ হয় কোনদিনই আপনার গল্পের ক্লাস মিস দিতাম না ;)

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৭

সামছা আকিদা জাহান বলেছেন: আমি প্রথমেই বলেছি আমি ঐতিহাসিক নই। আপনি যেমন বিভিন্ন যায়গা থেকে তথ্য সংগ্রহ করেছেন আমিও তেমনি সংগ্রহ করেছি।

সব গল্পেই কিছু সত্য থাকে বাকিটা লেখক তার নিজের মত পাঠককে দেয় পাঠক তা আনন্দিত চিত্তে গ্রহন করে। আমার এই কাহিনীটাও তাই।আমি গল্পকার হিসাবেই থাকতে চাই। ধন্যবাদ।

২৫| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৩

ভাঙ্গা পেন্সিল বলেছেন: জানার আছে অনেক কিছু... যদিও ইতিহাসে বিশ্বাস নাই। winner writes the history!

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৭

সামছা আকিদা জাহান বলেছেন: winner writes the history! এটাই সবচেয়ে সত্য।

২৬| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১১

সব্যসাচী প্রসূন বলেছেন: জটিল প্রেম কাহিণী :-B

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৪

সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা জটিল বলেইতো শেয়ার করলাম।

২৭| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২০

ম্যাভেরিক বলেছেন: পোস্ট ভালো পেলাম, তবে কলম্বাসকে বেশি ভালো পাই না।

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৫

সামছা আকিদা জাহান বলেছেন: ভাইয়া আমি কলম্বাস বা ইসাবেলা কাউকেই ভালো পাই না। কিন্তু কাহিনীটি ভালো তাই তুলে ধরেছি। '

ধন্যবাদ ।

২৮| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২০

আকাশ অম্বর বলেছেন:

মজার প্রেম কাহিনী! হোক না অলীক! :)

(লিবসন-লিসবন?)

ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৭

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ । আপনি দেখিয়ে দেবার পর আমি দেখলাম লিবসন হয়েছে , আমি ঠিক করছি এক্ষুনি।

২৯| ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪০

অদ্ভুত শূন্যতা বলেছেন: অদ্ভুত

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৯

সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা হা আসলেই অদ্ভুত

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪১

নুশেরা বলেছেন: শুভ জন্মদিন! এতো অল্পসময়ে ব্লগে সবার মন জয় করে নেয়া গুণী সহব্লগারকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি, তোমাকে ঘিরে যারা-- সবার আনন্দময় সুন্দর জীবন কামনা করছি। ভালো থেকো সবসময়।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ। তুমি খুব সুন্দর করে মন্তব্য করেছ । খুব ভালো লাগল।

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

কাব্য বলেছেন:
আমার মনে হয় শিরোনাম হওয়া উচিৎ ছিল

কলম্বাস নাকি রাণী ইসাবেলার প্রেম -- কোনটি আবিষ্কার করেছে আমেরিকা?

প্রেম ভালোবাসার কারনে শুধু ধ্বংস নয় সৃষ্টিও যে হয়েছে তার নজীর ইতিহাসে আছে।কিন্তু বারবার শুধু ধ্বংসের কথাই আমাদের কর্নগোচর হয়।প্রেমের কথা উঠলেই আমরা বলি "প্রেমের কারনে ট্রয় নগরী ধ্বংস হয়েছে"। কখনো বলিনা "প্রেমের কারনে আমেরিকা আবিস্কার হয়েছে"।আর বলবোই বা কেনো? এক ঝুড়ি আম কিনে দোকানীকে বলি, তোমার ঐ ঝুড়িতে ৬টা আম নষ্ট ছিল।তেমনি ইতিহাস পড়ে শুধু নেগেটিভ ব্যাপারগুলোকেই সামনে তুলে ধরি।

পড়ে ভালো লাগলো।মজা মিশিয়ে লেখাটা লিখেছেন B-)।হয়তো এরকম কি যেনো আগে পড়েছিলাম।তবে এতো সংক্ষেপে,এতো সুন্দর করে নয় :)

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৫

সামছা আকিদা জাহান বলেছেন: আমি তো ভাই তোমার মত বুদ্ধিমান নই। তোমার মন্তব্য সানন্দে গৃহিত হলো।

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬

সাইলেন্সার বলেছেন:

গল্প গল্পই.......

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

সামছা আকিদা জাহান বলেছেন: আসলেই গল্প গল্পই । গল্পে কোন বিতর্কের অবকাশ নেই।

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

কাব্য বলেছেন:
হুমমমমমমমম ঠিকই বলেছো আপু-- তুমি বুদ্ধিমান নও, তুমি অনেক বুদ্ধিমতী :) B-)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা তুমি পারও!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.