![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।
ক
এক সময় একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল। সেটা অনেক দিন আগের কথা। এখন নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে ঠিকি তবে দৃষ্টি আর ভঙ্গি আলাদা আলাদা বাস করে। তাই হয়ত আগের মত এখন আর হুটহাট নিজের মত করে নিজের মতামত প্রকাশ করতে পারিনা।
খ
যাদের মা নেই তারা হল প্রথম সারির মন খারাপের দল। তারা বুঝে তাদের বুকের বাম পাশটা কতটা খালি পড়ে আছে। আর যাদের মা বেঁচে আছে কিন্তু দূরে থাকে-তারা হল দ্বিতীয় সারির মন খারাপের দল। আমি হলাম দ্বিতীয় সারির মন খারাপের দলের নিয়মিত সদস্য।
গ
কে জানে হয়ত কফিনও জীবিত থাকে লাশগুলো বন্ধী হওয়ার আগ পর্যন্ত। হয়ত লাশের না বলা কথা কবর মনোযোগ দিয়ে শুনে। লাশ এবং কফিন মুগ্ধ হয়ে শুনে কবরের না বলা কথা।
অ-আ-ই
ই, ঈ, উ
ঋ এ ঐ
ও ঔ
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: আসেন গলাগলি করি
ধন্যবাদ আপনাকে
২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাশ এবং কফিন মুগ্ধ হয়ে শুনে কবরের না বলা কথা।
আসলেই কি কথা কয় কবর? জানতে ইচ্ছে করে।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার তো মনে হয় কথা কয় - সেটা গোপন কথা
৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২২
মামুন রশিদ বলেছেন: দ্বিতীয় সারির মন খারাপের দলে ।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আসেন গলাগলি করি
৪| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: 'গ' তে মুগ্ধতা !
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক ভালো।
১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর
৬| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: দৃষ্টি আর ভঙ্গি আলাদা আলাদা বাস করে- দারুণ উপলদ্ধি।
মৃত্যু, কবর, প্রাণের বিনাশ, কফিন এদের মনের কথা মানুষ জানতে পারবে না কখনও।
শুভদুপুর।
১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ব্রাদার - শুভ-সকাল
৭| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নস্টালজিক বলেছেন: চমৎকার লিখসেন, মাসুম!
এ রকম কথাকাব্য আরো আসুক!
শুভেচ্ছা নিরন্তর!
১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করছি কথাকাব্য আরো আসবে, ধন্যবাদ আপনাকে।
৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৫৪
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: দ্বিতীয় দলে পড়ে গেলাম ।
১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আসেন গলাগলি করি
৯| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
আমিনুর রহমান বলেছেন:
আমি হলাম দ্বিতীয় সারির মন খারাপের দলের নিয়মিত সদস্য।
আমারও তাই অবস্থা ।
বেশ চমৎকার +++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে তো আমরা ভাই-ভাই
১০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++ রইল
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭
খেয়া ঘাট বলেছেন: আমি হলাম দ্বিতীয় সারির মন খারাপের দলের নিয়মিত সদস্য।- আমার অবস্থাও তাই।
৩য়টা ভয়ংকর লিখেছেন। একেবারে তব্দা।