![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।
আমি আমাকে বলছি -
আর মিছিলে যাব না
পোষ্টারে লিখব না শ্লোগান।
হাতকে বলব
আর মুষ্টিবদ্ধ হইওনা,
পা’কে বলব
থেমে যাও।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: সে অস্হিরিতা নিয়া আরেকটা কিছু লেখমু
হয়ত সে লেখায় থাকবে আবার রাজপথে ফিরে যাওয়ার আকুলতা অথবা এইতো বেশ আছি সুখে আছি টাইপ কিছু
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জুলিয়ান ভাই, আমার কথা বলে ফেলেছেন।
ভালো লাগলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে জুলিয়ান ভাইয়ের কমেন্টের কপি পেস্ট
ধন্যবাদ!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ!
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
মামুন রশিদ বলেছেন: জুলিয়ান ভাইর কমেন্টের পরে কবিতায় ভাললাগা দেয়া ছাড়া আর কিছু বলার নাই ।
++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইছাব
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
গোর্কি বলেছেন:
-কবিদের মিছিলে না গেলেও চলে। তাঁদের থেকে চাই উদ্বুদ্ধকরণ অগ্নিঝরা ক্ষুরধার লেখনি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর বলেছেন!
ধন্যবাদ
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: মন আছে সত্য-মিছিলে!
ভাবনা কণা ভালো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: মন আছে সত্য-মিছিলে - থ্যাম্বস আপ!
ধন্যবাদ প্রোফেসর!
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি পারি তবে মস্তিস্ককেও বলে দিব ছুটি নিতে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: মস্তিস্ককের ছুটি - দারুণ বলছেন তো!
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
এহসান সাবির বলেছেন: মিছিল
পোষ্টার শ্লোগান
মুষ্টিবদ্ধ হাত পা
কবিতা
ভালোবাসা
প্রতিবাদ
দুঃখ
ভালোলাগা
যন্ত্রনা
.......
......
এইগুলো ছাড়া এইতো বেশ আছি সুখে আছি বলতে পারবেন??
৭ লাইনের লেখা
দারুন...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুখে আছি বলাটা খুব টাফ -
ধন্যবাদ আপনাকে!
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছোট্ট কবিতায় ক্ষোভ স্পষ্ট।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ক্ষোভ থেকেই লেখা -
ধন্যবাদ আপনাকে
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: থেমে যাও , মুছে দাও !
থামাও যায়না , মুছাও যায় না !
তাও আপনার মত করে বলি
পা’কে বলব
থেমে যাও।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: থামাও যায় না তারপরেও বলতে হয় থেমে যাও! এটা আমাদের জীবনের একট ট্রেজেডি!
ধন্যবাদ ব্রো!
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
সায়েম মুন বলেছেন: আরও শুনতে ইচ্ছে হচ্ছিল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: পা'কে থামিয়ে দিলাম তো
তারপরেও ট্রাই করবো আরেকটু বাড়ানো যায় কিনা !
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
সমুদ্র কন্যা বলেছেন: অল্প কিছু কথায় কতকিছু বলে দেয়া। ভাল লাগল খুব।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: একজন কবি আমারে একবার বলছিলেন - অল্পতে যদি অনেক বলা যায় তাহলে বেশি'র দরকার কি!
এরপর থেকে ছোট ছোট লেখা শুরু করছিলাম। মজার ব্যাপার হল এখন আর লম্বা লেখা লিখতে পারিনা!
ধন্যবাদ আপনাকে
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: কেনু কেনু?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্রো খুব টায়ার্ড, চোখে অনেক ঘুম জমছে - একটু ঘুমানোর দরকার
তাছাড়া বিতৃষণা তো আছেই -
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় ভালোলাগা।
......................................................................................
আপনার কবিতা পড়ে আমি যেন প্রতিউত্তর হয়ে গেলামঃ
অন্তরের দ্রোহ কবির অস্ত্র
কবিতা তো নিজেই সসস্ত্র;
পোষ্টারে, শ্লোগানে হাত আর পা পুঁতে
বিপ্লব ছড়িয়ে পড়ুক সময়ের গোধূলীতে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: পোষ্টারে, শ্লোগানে হাত আর পা পুঁতে
বিপ্লব ছড়িয়ে পড়ুক সময়ের গোধূলীতে।
--------------------------
দারুণ !
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
ভিয়েনাস বলেছেন: কবিদের এক একটি কবিতা এক একটি মিছিল.......
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক সুন্দর একটা কথা বলছেন!
ধন্যবাদ আপনাকে!
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিমান, বা ক্ষোভ! নিজের উপর!
ছোট্ট, কিন্তু সুগভীর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ক্ষোভ থেকে বলতে পারেন!
আপনাকে অনেক ধন্যবাদ !
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০
আদনান শাহ্িরয়ার বলেছেন: চোখ যতক্ষণ জেগে আছে ঘুমুবে না মন ! ভালো লাগা আপাতত নির্বিষ বিদ্রোহী !
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এত অভিমান ভাল নয়... আগুন দরকার.. আমাদের আগুন দরকার... হেরে গেলে চলবেনা মাসুম ভাই...
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: আগুন দরকার... হেরে গেলে চলবেনা
জটিল বলছেন!
ধন্যবাদ কবি!
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
লিখাটি দুর্দান্ত
''আমি আমাকে বলছি'' এই কথাটি না লিখলেও চলতো... লিখাটি শেষাংশেই মূল বক্তব্যটি ক্লিয়ার করে ফেলেছেন...
শুভকামনা...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথম লাইনটার ব্যাপারে আমারও একটু খটকা আছে! দেখি বদল করে নিবো!
অনেক ধন্যবাদ আপনাকে ভাই!
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ
২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
সোমহেপি বলেছেন: ও ভাই সেদিন কি আপনিও আছিলেন নাকি ?
ছা.লীগের পেদানি খাইছিলেন?
আমি অবশ্য কবিতার ঢং দেখে সন্দহ করছি ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে মজা পাইলাম!
যদিও লেখাটা ২ বছর আগে লেখা !
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
জুন বলেছেন: খুব ভালোলাগোলো ক্ষোভ আর দুঃখের মেল বন্ধনে লেখা মিনি কবিতা
মাসুম ১৪
+
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিন্তু মনটা তো থেকে যাবে চলিষ্ণু
তার ব্যাপারে কী ভাবলেন কবি?