| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইখলাস উদ্দিন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়পুরহাট
শাহরুখ খান । কিং খান বা বলিউড বাদশা নামেই তাকে চিনেন সবাই । এখন দুনিয়াজুড়ে তার জনপ্রিয়তা । অর্থ - বিত্তের কোন কমতি নেই । ক্ষমতাবান তারকাদের একজন । কিন্তু তাকেও দরিদ্রতার পথ মাড়িয়ে আজ এখানে আসতে হয়েছে । কাজের খোঁজে যখন মুম্বাই আসেন তখন পকেটে নেই কানাকড়ি । নেই থাকার যায়গা । ঘুমুতে হতো পার্কের বেঞ্চে । কিন্তু পেট যে চালাতে হবে । বন্ধুর কাছ থেকে প্রতিদিন বিশ রুপি ধার নিয়ে বেড়িয়ে পড়তেন কাজের খোঁজে । কিন্ত কাজ সহজে মেলেনা । দিন শেষে খালে হাতে হতাশ শাহরুখ খান ফিরতেন । পার্কের এক কোনায় বসে স্বপ্ন দেখতেন ভাগ্য ফেরার । এভাবেই অভাবে কাটত দিনগুলো । অবশেষে একদিন পেলেন কাজ । না , অভিনয় শিল্পী হিসেবে নয় দরিয়াগঞ্জের একটি রেস্টুরেন্টে । মিডিয়াতে আসেন এক্সট্রা শিল্পী হয়ে । তার বেতন ধরা হয় মাত্র পঞ্চাশ রুপি । এ পঞ্চাশ রুপি তখন তার কাছে অনেক । বন্ধুর কাছে ধার করে আর কতদিন চলা যায় । শাহরুখ প্রথমে তার নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা পান । সবাই তাকে তখন ভিলেন চিরিত্রেই অভিনয়ের উৎসাহ দিয়েছিলেন । কিন্তু পরে রোমান্টিক ছবি দিয়ে তিনি দর্শকের হিদয়ের সত্যিকারের নায়ক হতে পেরেছিলেন ।
এই হলো তার জীবন জয়ের গল্প
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৯
নামে বইয়ের পোকা বলেছেন: শাহরুখ খান অনেক খেটেখুটে উঠে আসা একজন মানুষ। আজকের আকাশছোঁয়া সফলতা পেতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তিনিও সেসব গল্প বলে গেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরেও তার পরিশ্রম এবং সফলতার গল্প অনুকরণীয় হতে পারে।