![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর তথ্যলিপ্সা আমার প্রবল। পছন্দ করি পড়তে এবং লিখতে।বন্ধুদের খুব ভালবাসি, প্রানের চেয়েও বেশি। হালকা হাস্যরস আমার পছন্দ। আমার বিশ্বাস আমার সঙ্গিরা আমার সঙ্গ খুব পছন্দ করে।
শ্রীলংকান আম্পায়াররা এত নির্লজ্জ হতে পারে দেশের জন্য তা বুঝতে পারছি আজকের খেলা দেখে। এটাকে দেশপ্রেম বলে কি না জানিনা! আমাদের আম্পায়াররা আবার নিজের দেশের সময় এরকম পার্শিয়াল্টি করতে দেখিনা। এরকম নির্লজ্জ আম্পায়ারদের জন্য কি কোন শাস্তির ব্যবস্থা নাই? ডিস্গাস্টিং!
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
গ্রামের মানুষ বলেছেন:
এইটারে আম্পেয়ারিং না বইলা বেশ্যামী বলা ভাল। পরপর দুইটা ছয় আর একটা চাইর খাইয়া বলারের গলার আর্তনাদ শুনেই আউট দিয়ে দিল।
ব্যাটা জানে না গরু হারানো লোকের কথারে গুরুত্ব দিতে নাই...!
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
জাহাঁপনা। বলেছেন: চুির ভাই দুই আম্পায়ার দুইটা আউট দেয় নাই , আশরাফুল এর আউট পুরাই ভুয়া
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: কতগুলা বকা দিতে চাইছিলাম কিন্তু ব্লগের উপর সবার নজর আছে, এবং সাথে সাথে ব্যান খাওয়ার ডরে কিছু কইলাম না!
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬
ড. জেকিল বলেছেন: এটাকে দেশপ্রেম বলেনা। শ্রীলঙ্কানরাও ওদের আম্পায়ারিং দেখে লজ্জা পেয়েছে।
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
এম.এল.এইচ বলেছেন: আমিও দেখিনি।
৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
বিডি আইডল বলেছেন: বাংলাদেশ দলের ম্যানেজম্যান্ট শক্ত হলে আইসিসি এই আম্পায়ারের বিরুদ্ধে ব্যবস্হা নিতে বাধ্য....অফিসিয়াল অভিযোগ করতে হয় এর জন্য
৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
রামিজের ডিপফ্রিজ বলেছেন: শ্রীলঙ্কার আম্পায়ারিং বরাবরই ওরকম। ২০০৯ এ একটা সিরিজে মনে আছে - পরপর চারটে ম্যাচে একই আম্পায়ার কুলসেকারার বলে একই ভাবে শচীনকে চারবার ভুল এল বি দিয়েছিল।
গাভাসকার সেসময় একটা খুব নির্মম ব্যঙ্গ করেছিলেন "বেচারা ধর্মসেনা বল করে তো শচীনকে আউট করতে পারল না এখন ...."
৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২
বিশ্ব প্রেমিক বলেছেন: লেগ ষ্ট্যাম্পের ১ হাত বাইরে যে LBW হয় তা আজ আমি প্রথম দেখলাম !!
৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
বোকা_ছেলে বলেছেন: মিজাজ টা পুরাই বিলা হয়া আছে।
বা** আম্পায়ার দের পু** দিয়া আইক্কা অলা বাশ দেওনের কাম।
১০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: মাঠের আম্পায়ারিং প্রথা তুলে দিয়ে টিভি আম্পায়ারিং চালু করা হোক।
১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: এটাকে মোটেই দেশপ্রেম বলে না।
১২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
মাতবার বলেছেন: @বিডি আইডল ভাইয়ের সাথে একমত।
এসিসির প্রেসিডেন্ট আমরা আইসিসির সহ-সভাপতি আমরা, তারপরও আমাদের ১১ জনের দলকে খেলতে হয় ১১+৫=১৬ জনের বিপক্ষে
আর কতকাল এমনি করে অন্যায় সহ্য করব
কেউ কি দেখার নেই?
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫
আবিদ ফয়সাল বলেছেন: আজকের শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচের আম্পায়ার নামক দুই চু.. ভাইকে জুতানো উচিৎ (আর চুপ থাকতে পারলাম না , দুঃখিত !)