![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
২৪শে এপ্রিল বুধবার সাভারে রানা প্লাজা বিপর্যের পর কাজের ফাকে ফাকে আপডেট করছি। শ্রদ্বায় মাথা নীচু হয়ে যাচ্ছে ফায়ার কর্মী, সাধারন মানুষ, আর্মী, পুলিশ, র্যাব সহ সবাইকে দেখে।কি প্রানান্ত চেষ্টা করছেন আটকে পড়া মানুষগুলোকে উদ্বার করার জন্য। লাইভ দেখে চোখে জল এসে যাচ্ছে বারবার।
এইতো মাত্র ক`দিন আগে ও শাহবাগ, হেফাজতে ইসলাম, যুদ্ব অপরাধী জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগের ধোয়া তুলে দেশ এবং মানুষের মধ্যে ভাগ করেছিলেন, আজ কোথায় তারা ? আমরা বিপদে আসলেই সবাই এক হতে পারি। এটা প্রমানিত হয়েছে।
সাভারে উদ্ধারপ্রাপ্ত জীবিত শ্রমিক, শ্রমিকদের স্বজন বা উদ্ধারকর্মীদের ভয়াবহ ঘটনার পর অনেকেরই সাধারন জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর এই ক্ষেত্রে সাধারন চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসারও প্রয়োজন হবে। আমি জানি না এই উদ্ধারপ্রাপ্ত মানুষেরা সাধারন চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসাটা পাবেন কিনা? বিশেষ করে থেরাপী খুবই প্রয়োজন হবে তাদেরকে স্বাভাবিক জীবনে আসার জন্যে।
আমি জানিনা ঢাকায়/ বাংলাদেশে কেউ তাদের জন্য থেরাপীর কথা চিন্তা/ব্যবস্হা করছেন কিনা?আমার নিজেকে দূর্ভাগা মনে করছি, কারন এই উদ্বার কাজে আমি অংশ নিতে পারিনি। তাই বাংলাদেশে কেউ যদি এদের থেরাপীর দায়িত্ব নিতে চান, তাহলে আমি স্কাইপে থেরাপী দিতে পারবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন।
আমার ব্লগ দেখুনঃ http://ptohelp.blogspot.se/
/
©somewhere in net ltd.