![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
সাভারের ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারকাজে সহায়তার জন্য ব্রিটেনসহ বিভিন্ন দেশের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রবিবার লন্ডনের দৈনিক দ্য টেলিগ্রাফে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সাভারের আট তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে ৩৯৮ জনেরও বেশি মানুষ মারা গেছে।
রানা প্লাজার পাহাড় সমান ধ্বংসস্তূপ থেকে স্থানীয় উদ্ধারকারী দল তাদের দুর্বল যন্ত্রপাতি নিয়ে জীবিতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাজ্যসহ বিদেশিদের সহায়তার প্রস্তাব গ্রহণ করলে ধ্বংসস্তূপ থেকে হয়তো আরো প্রাণ রক্ষা করা যেতো।
বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, জাতীয় আত্মসম্মানের দিকে তাকিয়ে প্রস্তাবটি ফিরেয়ে দেয়া হয়।
সাভারের ভেঙ্গে পড়া ভবনে অনেক লোক আটকা পড়েছে জানতে পেরে জাতিসংঘের কর্মকর্তারা পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশকে সহায়তা দেয়ার বিষয়ে আলোচনা করেন।
তখন ব্রিটেনসহ ইউরোপীয় কয়েকটি দেশ সেখানে উদ্ধারকারী দল এবং ভারী যন্ত্রপাতি পাঠানোর প্রস্তাব দেয়।
সুত্রঃhttp://justnewsbd.com/details.php?jnewsbd=MzMyMjY=
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
আরিফ আহমেদ বলেছেন: যে বলতে পারে বিল্ডিং ধরে নাড়া দেবার কারণে বিল্ডিং ভেঙ্গে পরতে পারে সে তো মানসিক ভাবেই সুস্থ না, তাকে দিয়ে সব সম্ভব।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: আহত নিহত পরিবারের সমস্ত ভরণপোশনের দায়িত্ব সরকার নিয়ে নিছে নাকি ?
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
রোহান খান বলেছেন: This is not seems to be.
This is really impossible to get help in between 2-3 days from abroad.The situation was not like only passing time. Each and every moment is important to save one life.
If the UK or USA even India want give us support to rescue them minimum it will take 3 days to arrived.
Just think, at list we save around 2500.
This situation we need to continue our work as we did.
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
াহো বলেছেন: বাবা তখন বিএনপি করতেন।
২০০১ সালের দিকে আবদুল খালেকের ছেলে সোহেল রানা আমার সীমানা প্রাচীর ভেঙে ২৭ শতাংশ জমি দখল করে নেয়। ওই ঘটনায় একটা মামলা করি। ওর বাবা তখন বিএনপি করতেন। এর পরই আমাকে সাভারছাড়া হতে হয়। ছয়-সাত মাস বিভিন্ন জায়গায় কাটাতে হয়েছে। সাভারে আসতে পারিনি। ঢাকায় হোটেলে হোটেলে কাটাতে হয়েছে। আত্মীয়স্বজনের বাসায় থাকতে হয়েছে। ওই সময়ে ব্যবসার চরম ক্ষতি হয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে ধরে সাভারে ফিরি। কিন্তু দখল হওয়া জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হই। আমার ঘটনা সাভারে এমন কোনো লোক নেই যে জানে না। যে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। আমার কাছে শুনতে হবে না।'
Click This Link
৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২
জহির উদদীন বলেছেন: Click This Link
৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
পূরান পাগল বলেছেন: আমাদের জীবনের সামান্যতম মূল্য যাদের কাছে নেই তাদেরকেই আমরা প্রতিনিধি নির্বাচিত করি!!!!!!!!!
৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
আকরাম বলেছেন: টাকার/ডলার/পাউন্ড/ইউরো দিলে নেয়া সম্ভব ছিলো। অন্য কোন সাহায্য নেয়া সম্ভব নয়।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
বাংলাদেশী দালাল বলেছেন: আকরাম বলেছেন: টাকার/ডলার/পাউন্ড/ইউরো দিলে নেয়া সম্ভব ছিলো। অন্য কোন সাহায্য নেয়া সম্ভব নয়।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
আরিফ আহমেদ বলেছেন: রোহান খান who told you ?
"If UK or USA even India wanted to give us support to rescue them it would take minimum 3 days to arrive.????
১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
চুরি যাওয়া আগুন... বলেছেন: টাকার/ডলার/পাউন্ড/ইউরো দিলে নেয়া সম্ভব ছিলো। অন্য কোন সাহায্য নেয়া সম্ভব নয়।
টাকার/ডলার/পাউন্ড/ইউরো এইগুলা দিলে তো ঘাপলা করা যাবে। আর যদি অক্সিজেনের সিলিন্ডার দেয় সেইগুলো তো ঘাপলা করা যাবে না।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
চুরি যাওয়া আগুন... বলেছেন: বালের সরকার আর বালের ক্রাইসিস ম্যানেজমেন্ট।
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
রোহান খান বলেছেন: arif_ahamed = think it! you will get that
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
আহলান বলেছেন: