![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
মানুষের মানসিক অসুস্খতা বা মানসিক ব্যাধি প্রকৃতি অনুসারে দুই জাতের হতে পারে। এদের কতক মৃদু মাত্রার, আবার কতক তীব্র মাত্রার। সিজোফ্রনিয়া একটি তীব্র মাত্রার জটিল মানসিক ব্যাধি।
সিজোফ্রনিকরা নিজস্ব ভুবন তৈরি করে নেয়, যার মাঝে বাস্তবতার লেশমাত্র নেই। বাস্তবতার সাথে তাদের চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি আর বোধশক্তির এত বেশি ফারাকের জন্যই এটিকে আমরা সাইকোসিস বলে থাকি। সাইকোটিক রোগীরা তারা নিজেরা যে অসুস্খ সেটি পর্যন্ত বুঝতে পারে না।
বিশেষজ্ঞরা বলেন, সিজোফ্রেনিয়া একটি মারাত্মক মানসিক সমস্যা যেখানে মানুষ বাস্তবতা থেকে দূরে সরে যায় এবং অবাস্তব অনেক কিছুকে বাস্তব হিসেবে বিশ্বাস করে। এই সমস্যা দীর্ঘমেয়াদি এবং ধারাবাহিক চিকিৎসায় কমলেও তা বারবার ফিরে আসতে পারে।
এ রকম সিজোফ্রনিয়া রোগীই হলেন এরা দুবোন।
এখানে পড়ুন View this link
Psycho Therapy online****সাইকোথেরাপী অন লাইন
ঢাকার মিরপুরের বহুল আলোচিত সেই ‘ভূতের বাড়ি’র বাসিন্দা দুই বোন ডা. আইনুন্নাহার রিতা ও প্রকৌশলী নুরুন্নাহার মিতা এখন উত্তরের শহর বগুড়ায়। তারা গত চার মাস শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। এক সপ্তাহ ভাড়া পরিশোধ না করা ও দু’দিন না খেয়ে তারা হোটেল কক্ষের দরজা বন্ধ করে থাকায় হোটেলের লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করেন। রোববার দুপুরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এক সদস্য ও পুলিশ তাদের অনেক কষ্টে উদ্ধার করেন। পরে তাদের শহরতলির বারপুরে সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দে রাখা হয়েছে। এদের মধ্যে ডা. রিতা অসুস্থ। তিনি কোন কথা বলেননি। ‘আমরা বাংলাদেশের মালিক, শত্র“রা তাদের সবকিছু ছিনিয়ে নিয়েছে। দেশ দোজখ হয়ে গেছে। আল্লাহর নির্দেশে বগুড়ায় এসেছেন। নির্দেশ পেলেই আবার এখান থেকে কানাডা ফিরে যাবেন।’ প্রকৌশলী মিতা এমন অনেক অসংলগ্ন ও আধ্যত্মিক কথা বলেন।
বগুড়া সদর থানা সংলগ্ন আকবরিয়া আবাসিক হোটেলের ম্যানেজার লিটনুর রহমান জানান, ২০ ফেব্র“য়ারি রাত ১১টার দিকে দু’জন নারী রাত্রি যাপনের জন্য আসেন। খাতায় তারা একজন ডা. আইনুন্নাহার ও অন্যজন প্রকৌশলী নুরুন্নাহার নাম লেখেন। বাবার নাম লেখেন মৃত সরফ উদ্দিন। ঠিকানা লেখা হয় বি.বাড়িয়ার নাসিমনগরের মণ্ডলগ্রাম। তারা প্রায় চার মাস আবাসিক হোটেলের ২১ নম্বর রুমে থাকেন। হোটেলেই খাওয়া-দাওয়া করতেন ও রীতিমতো বাইরে বেড়াতে যেতেন। এ সময় তারা ভাড়া পরিশোধ করেছেন। ম্যানেজার আরও জানান, এক সপ্তাহ ধরে তারা হোটেল ভাড়া বন্ধ করে দেন। গত দু’দিন ধরে ঘর থেকে বের হন না। খাওয়া-দাওয়া করেননি। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে পুলিশ ও আইনজীবীরা তাদের দু’বোনকে নিয়ে যান।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহজাদী লায়লা জানান, রোববার দুপুরে সদর থানা পুলিশ তাকে বিষয়টি জানালে তিনি প্রধান কার্যালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর পুলিশের সহযোগিতায় শহরে থানা রোডের আকবরিয়া আবাসিক হোটেল থেকে ডা. রিতা ও প্রকৌশলী মিতাকে অনেক কষ্টে উদ্ধার করেন। প্রথমে তারা দরজা খুলতে রাজি হননি। পরে তাদের অনেক বুঝিয়ে-সুঝিয়ে দরজা খুলতে রাজি করানো হয়। উদ্ধারের পর আপাতত তাদের শহরতলির বারপুরে সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দে রাখা হয়েছে।
সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দে র ব্যবস্থাপক আবদুল মানিক জানান, আপাতত দুই বোন ডা. রিতা ও প্রকৌশলী মিতাকে এখানে রাখা হবে। পরে জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের ঢাকায় নিয়ে যাবেন। কেন্দে র কাউন্সিলর ইসমত আরা জানান, দু’বোন তাদের বাবার নাম হাবিবুর রহমান চৌধুরী বলেছেন। বাড়ির ঠিকানা দিয়েছেন, মিরপুর ৬ নম্বর, ঢাকা। তারা নিজেদের নাম বেশ কয়েকটি বলেছেন। তিনি জানান, দুই বোন দুপুরে আকবরিয়া গ্র্যান্ড হোটেল থেকে দেয়া মোরগ পোলাও খেয়েছেন। এদের মধ্যে ডা. রিতা কিছুটা অসুস্থ। তিনি খাবার খেয়ে শুয়ে পড়েছেন। কথা বলতে চান না।
ঢাকার মিরপুরের আলোচিত দুই বোন ডা. রিতা ও প্রকৌশলী মিতার উদ্ধারের খবর পেয়ে শহরতলির বারপুরে সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দে গেলে প্রথমে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
পরে প্রকৌশলী মিতা কেন্দে র কর্মকর্তা ও সাংবাদিকদের বলেন, ‘তারা দু’বোন বাংলাদেশের মালিক। বাংলাদেশ দোজখ হয়ে গেছে। আল্লাহর নির্দেশে তারা কানাডা থেকে বগুড়ায় এসেছেন। তারা এখনও যুদ্ধ করছেন। শত্র“রা তাদের সবকিছু কেড়ে নিয়েছে। মিরপুরের বাড়ি উৎসর্গ করা হয়েছে। আল্লাহর নির্দেশ পেলেই তারা আবারও কানাডায় ফিরে যাবেন।’ এমন অনেক আধ্যাÍিক ও অসংলগ্ন কথাবার্তা বলেন তারা। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহাজাদী বলেন, কিছুদিন দুই বোন ওই কেন্দে ই থাকবেন। সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরে তাদের ঢাকায় নেয়া হবে।
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
আকরাম বলেছেন: মানসিক রোগী আর নবী-রাসুল এক না।
২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
সোনাবালি'র আপন ভুবন বলেছেন: আপনার কাছে একটা বিষয় জানতে ছেয়েছি, আপনার Psycho Therapy online****সাইকোথেরাপী অন লাইন পোষ্টের কমেন্টে।
দয়া করে ওখানে উত্তর দিবেন!
অগ্রিম ধন্যবাদ!
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪২
আকরাম বলেছেন: ইনশাল্লাহ।
৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১
হুলামামা২৭৫ বলেছেন: "দুরের পাখি বলেছেন: এই যুগে এরা মানসিক রোগী । আগের যুগে হইলে হইতো নবী রাসুল ।"
মানসিক রোগী ও নবী রাসুলদের এক করে ফেল্লেন!!!!! আপনাকে আরওওওও অনেক দূর যেতে হবে "দুরের পাখি" তা নাহলে পথভ্রষ্ট হয়ে যাবেন।
স্রষ্টা আপনাকে হেদায়েত দিন। আমিন
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
আকরাম বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ।
৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৫
বিদেশী গুপ্তচর বলেছেন: দুরের পাখি নিজের জাত চেনায়া গেল
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৬
আকরাম বলেছেন: ধন্যবাদ।
৫| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
হেডস্যার বলেছেন:
দূরে পাখি দূরে গিয়া মর....এই জ্ঞান নিয়া নবী রাসুলরে নিয়া কটুক্তি কর?
৬| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এরিস বলেছেন: এদের কথা আগেও শুনেছিলাম। আবার শুরু করে দিয়েছে নাকি?? এদের মূল সমস্যাটা কি?? এরা কি বলতে চায়? বলতে পারেন? আমি সঠিক জানিনা।
২৫ শে জুন, ২০১৩ রাত ৩:৩৩
আকরাম বলেছেন: এরিস @এরা সিজোফ্রেন রোগী।
বিস্তারিত http://ptohelp.blogspot.se এখানে পাবেন।
৭| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২
নষ্ট ছেলে বলেছেন: দুরের পাখি যে নিজেই একটা মানসিক রোগী প্রমাণ দিয়া গেল।
২৫ শে জুন, ২০১৩ রাত ৩:৩৩
আকরাম বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: দুরের পাখি যে নিজেই একটা মানসিক রোগী প্রমাণ দিয়া গেল।
৮| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
ব্লগার ইমরান বলেছেন: এরা আরো আগে জন্মালে কি হত জানিনা, তবে নেট ব্যাবহার করলে দুরের পাখির মত উজবুক হত নিশ্চিত।
৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:২৩
রাতুল রেজা বলেছেন: উপরের ওই উজবুক ছাগল দুরের পাখি এই দুই বোনের চেয়ে কম সাইকো না। যাই হোক, আমার মনে হয় একটা কথা ঠিক বলেছে এই দুই মহিলা যে দেশ দোযখ হয়ে গেছে। ওনারা সুস্থ হোক এই আশাই করি।
১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ইনাদের আবারো এমন হলো, কি কারণে এমন মানুসিক রোগী হলো কে জানে
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬
আকরাম বলেছেন: তানজিয়া মোবারক মণীষা @@@মানসিক রোগ অন্যান্য সাধারন সব রোগের মতই।আপনি/আমি যে কেউই যখন তখন আক্রান্ত হতে পারি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮
দুরের পাখি বলেছেন: এই যুগে এরা মানসিক রোগী । আগের যুগে হইলে হইতো নবী রাসুল ।