নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ, মানুষের জন্যে।

[email protected],[email protected] স্কাইপঃAkramsBD

আকরাম

সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com

আকরাম › বিস্তারিত পোস্টঃ

অভিনেত্রী মমর আত্মহত্যার চেষ্টা; তিনি কি বিষন্নতায় ভুগছিলেন?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০



বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন স্কয়ার হাসপাতালে অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার রাতে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।



জানা যায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এখন স্কয়ার হাসপাতালের ১৩০৭নং কেবিনে চিকিৎসাধীন।



স্কয়ার হাসপাতালের তথ্য কর্মকর্তা হ্যানি গোমেজ বাংলামেইলকে জানান, মম নিউরোমেডিসিন সেকশনে ভর্তি আছেন। ডা. আব্দুল কাদের শেখের অধীনে তার চিকিৎসা করা হচ্ছে।



জনপ্রিয় এই অভিনেত্রী মিডিয়া জগতে আসেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক। এরপর নাটক, টেলিফিল্মে অভিনয় করে যাচ্ছেন।



উল্লেখ্য, মম নাট্যপরিচালক এজাজ মুন্নার স্ত্রী। ২০১০ সালের ৩০ মার্চ তারা বিয়ে করেন।



সম্প্রতি গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনেক কঠোর মন্তব্য করেন মম। মিডিয়ায় অবদানের জন্য পুরস্কারদাতাদের প্রতিও ক্ষোভ ঝেরেছেন তিনি। এছাড়া বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতার নামে নোংরামী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।



এদিকে, ঘটনা জানার পর মমর ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে কেউ ধরছে না। স্বামী এজাজ মুন্নার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

View this link



বিষন্নতা ও অন্যান্য মানসিক স্বাস্হ্যের ব্যপারে পড়ুনঃ

http://ptohelp.blogspot.se/

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

স্বপনচারিণী বলেছেন: সাক্ষাৎকার আমি পড়েছি। একটু বেশী বলে ফেলেছেন মিডিয়ার সামনে, কিন্তু তেমন একটা ভুল বলেননি, মিডিয়াতে তার মতো গুণী শিল্পী কমই আছে। আমি মম'র অভিনয় প্রতিভা দেখেছি সেই লাক্স সুন্দরী প্রতিযোগিতা থেকে। সে না থাকলে বাংলাদেশ একজন সত্যিকারের শিল্পী হারাবে। দ্রুত তার আরোগ্য কামনা করছি।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

ডি মুন বলেছেন: :( :( :( :( , দ্রুত আরোগ্য কামনা করি, বিষন্নতার অবসান হোক।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

হেডস্যার বলেছেন:
ইসসস !! দুঃখ বেদনায় আমার চুক্ষে পানি আয়া পর্ছে....বেচারি :(

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

আকরাম বলেছেন: মমর বিষন্নতার অবসান হোক

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

আল ইফরান বলেছেন: সেই দুঃখে আমি খালি কান্তেই আছি আর কান্তেই আছি :(( ;) B-)) :P =p~

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

হেডস্যার বলেছেন:
@আল ইরফান....ফাযলামি করেন ?? একটা সুন্দরী মাইয়া আত্মহত্যা খাইতে গিয়া ফেল কর্ছে আর আপনে হাস্তাছেন !! :-/ ;) ;)

আপনে এত অমানবিক ক্যান :D :D

কান্দেন...কান্তে কান্তে নদী খাল বিল বানাইয়া ফালান ;)

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

েবনিটগ বলেছেন: বহি লয়ে অতীতের সকল বেদনা ,

ক্লান্তি লয়ে , গ্লানি লয়ে , লয়ে মুহূর্তের আবর্জনা ,

লয়ে প্রীতি ,

লয়ে সুখস্মৃতি ,

আলিঙ্গন ধীরে ধীরে শিথিল করিয়া

এই দেহ যেতেছে সরিয়া

মোর কাছ হতে ।

সেই রিক্ত অবকাশ যে আলোতে

পূর্ণ হয়ে আসে

অনাসক্ত আনন্দ - উদ্ভাসে

নির্মল পরশ তার

খুলি দিল গত রজনীর দ্বার ।

নবজীবনের রেখা

আলোরূপে প্রথম দিতেছে দেখা ;

কোনো চিহ্ন পড়ে নাই তাহে ,

কোনো ভার ; ভাসিতেছে সত্তার প্রবাহে

সৃষ্টির আদিমতারা - সম

এ চৈতন্য মম ।

ক্ষোভ তার নাই দুঃখে সুখে ;

যাত্রার আরম্ভ তার নাহি জানি কোন্‌ লক্ষ্যমুখে ।

পিছনের ডাক

আসিতেছে শীর্ণ হয়ে ; সম্মুখেতে নিস্তব্ধ নির্বাক্‌

ভবিষ্যৎ জ্যোতির্ময়

অশোক অভয় ,

স্বাক্ষর লিখিল তাহে সূর্য অস্তগামী ।

যে মন্ত্র উদাত্ত সুরে উঠে শূন্যে সেই মন্ত্র— ‘ আমি ' ।

রবি ঠাকুর

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

আল ইফরান বলেছেন: হেডস্যার বলেছেন, আপনে এত অমানবিক কেন ? B-))
তেতুল অনেক টক :-B ;) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.