![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
বিষন্নতায় কি ভুগছেন? তা জানতে বিশেষজ্ঞদের দর্শানো বিষন্নতার বেশ কয়েকটি উপসর্গ এখানে তুলে ধরা হলো। এর মধ্যে তিন বা চারটি উপসর্গও যদি আপনার সঙ্গে মিলে যায়, তবে অবশ্যই মুক্তির পথ খুঁজুন।
১) প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম ঠিকমতো সমাধা করতে না পারা।
২) অবসন্নতা, আলস্য, তন্দ্রা, অবসাদ, ক্লান্তিতে ভোগা ও যে কোন কাজে অনেক
বেশি সময় নেয়া।
৩) দীর্ঘস্থায়ী মনোকষ্ট, মন খালি খালি লাগা, শূন্যতার অনুভূতি, হতাশা, উদ্বেগ।
৪) কমপক্ষে ২ সপ্তাহ একটানা মন খারাপ থাকা।
৫) নিজেকে একেবারে মূল্যহীন মনে হওয়া, অপরাধবোধে ভোগা ও নিজের সম্পর্কে নিচু ধারণা পোষণ করা।
৬) স্বাভাবিকের চেয়ে খুব বেশি কিংবা কম ঘুমানো বা নিদ্রাহীনতায় ভোগা।
৭) ওজনের অস্বাভাবিক হ্রাস বা বৃদ্ধি, অতিরিক্ত খাওয়া, খাবারে অরুচি।
৮) কাজে মন দিতে না পারা, সিদ্ধান্তহীনতায় ভোগা ও ভুলে যাওয়া।
৯) হতাশায় ভোগা, জীবনকে অর্থহীন ও নিজেকে ব্যর্থ মনে হওয়া।
১০) শরীর ব্যথা করা, বদহজম, মাথাব্যথা বা অন্য কোন ব্যথা।
১১) অতিরিক্ত অস্থিরতা বা চঞ্চলতা।
১২) আত্মহত্যার চিন্তা বা প্রবণতা মনের মধ্যে আসা ও নিজের জীবন শেষ করার চেষ্টা।
সংকলিত
http://ptohelp.blogspot.se/
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
সোহানী বলেছেন: খাইছে............. মিলে যায় দেখি....!!!!!!!!
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেকটাই মিলে যায়,,,,,,,,,,তবে নিজকে নিয়ন্ত্রন করার চেষ্টা করছি প্রতিনিয়ত
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক যে মিলে গেল !!
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
শূন্য পথিক বলেছেন: না, তেমন কিছু না
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: না একদমই ভুগছি না!!
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
শীলা শিপা বলেছেন: অনেকগুলা মিলে গেল আমি বিষন্নতায় ভুগছি
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: আল্লাহ বাচাইসে। কোনটাই মিলে নাই।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০
ইখতামিন বলেছেন:
একটাও মিলে নাই
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
নূর আদনান বলেছেন: ১২ টির মধ্যে ১১ টিই ১০০% মিলে যায় আমার সাথে। আর ১২ নম্বরটিও ছিল তবে অনেক আগেই এধরনের প্রবনতা মন থেকে দুর করেছি।
আমার মনে হয় জীবনে যাকিছুই হোক আত্মহত্যার চিন্তা করা বোকমি। জীবনে চড়াই-উতরাই আসবেই, কারন জীবনটা তো আর ফুল সয্যা নয়। দুঃখ-কস্টকে সঙ্গী করেই পথ চলতে হবে।