![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
আত্মহত্যা করেছেন হুমায়ূন আহমেদের বিখ্যাত টিভি সিরিজ এইসব দিনরাত্রির ‘টুনি’। গত বৃহস্পতিবার গুলশানের নিজ বাসার বেডরুমে গলায় ফাঁস দেন তিনি। তার পুরো নাম নায়ার রহমান লোপা। শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ থেকে নিজ বাসায় লাশ নিয়ে গেছে তার পরিবার। কীভাবে এ ঘটনা ঘটেছে এ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।তবে লোপার বন্ধুবান্ধবেরা ধারণা করে বলছেন, সাংসারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে। লোপার সংসার জীবনে দুই সন্তান। দীর্ঘদিন মিডিয়া থেকে বিরতি নিয়ে বছর কয়েক ধরে বিচ্ছিন্নভাবে নাটকে কাজ করছিলেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি আত্মহত্যার মতো এমন চরম একটি পথ বেছে নিলেন? তিনি কি বিষন্নতায় ভুগতেন? এমন জলজ্যান্ত একজন সুস্হ্য এবং হাসিখুসী মানুষ, যার নাকি ফুলের মতো দুটো বাচ্চা আছে; সে কিনা আত্মহত্যার মতোর এমন কাজটি করতে পারলেন? হ্যা, বিষন্নতায় যারা ভুগেন তারাই এ রকম চরম ডিসিশন নিতে পারেন।
আরো বিস্তারিতঃ
www.psychobd.com
ফেসবুকঃ http://www.facebook.com/Psychobd
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৭
আকরাম বলেছেন: কি জানি, আল্লাহ রহমানুর রাহীম ই ভালো জানেন।
পড়ার জন্য ধন্যবাদ।
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: ঢাকাবাসী বলেছেন: আত্মহত্যা নাকি শেষের দুঅক্ষর কে জানে। প্রথম শব্দটা অতো সোজা না! শেষের দু অক্ষর এদেশে ডালভাত।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬
ডি মুন বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: আত্মহত্যা নাকি শেষের দুঅক্ষর কে জানে। প্রথম শব্দটা অতো সোজা না! শেষের দু অক্ষর এদেশে ডালভাত।